সারাক্ষণ ডেস্ক:
আজ শুক্রবার ৮ আগস্ট,২০২৫ দুপুর ২:০০টায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি অপর্ণা রায় দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ গয়েশ্বর চন্দ্র রায়। সঞ্চালনায় ছিলেন ছাত্রদলের সোনালী অতীত, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার বসু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপদেষ্টা ড.মাহদী আমিন, বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, বাংলাদেশ পেশাজীবী কেন্দ্রীয় পরিষদের মহাসচিব কাদের গনি চৌধুরী, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গৌরাঙ্গ বসু প্রমুখ নেতৃবৃন্দ।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক জীবন বোস।সকল জেলা, মহানগরীর আহ্বায়কবৃন্দ।
বক্তারা বলেন আজকের মহাসমাবেশে সনাতনী চেতনার যে সুর ধ্বনিত হয়েছে তাতে আগামীতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে ব্যাপক সহযোগিতা পাবে।কোনো অপশক্তি যেন সনাতনীদের নিয়ে রাজনৈতিক ফায়দা নিতে না পারে,সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।