নিজস্ব প্রতিনিধি:
আজ ৫ আগস্ট মঙ্গলবার মাদারীপুর জেলার রাজৈর শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান” দিবস উদযাপন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
সকাল ১০:৩০ টায় কলেজ মিলনায়তনে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিবুল হাসান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হারাধন বাংলা,হিসাব বিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক খায়রুন্নেছা আফরোজা, ইসলাম শিক্ষা বিভাগের সিনিয়র প্রভাষক ফাইজুর রহমান মামুন প্রমুখ। বক্তারা বলেন, জুলাই চেতনাকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ছাত্র – শিক্ষক সবাইকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। তাহলে জুলাই শহীদদের স্বপ্নের বৈষম্যমুক্ত বাংলাদেশ তৈরি হবে। শুধু দিবস উদযাপন করলেই শহীদদের মর্যাদা দেওয়া হবে না। জুলাই শহীদদের চেতনা হৃদয়ে ধারণ করে সমাজের সকল ক্ষেত্রে সাম্য, ন্যায় ও মৈত্রী স্থাপন করে সমাজকে বৈশ্বিক উন্নয়নের ধারায় সম্পৃক্ত করতে হবে।