শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পথসভায় লোক ভাড়া করে এনে টাকা না দেয়ার অভিযোগে হট্টগোল ফরিদরপুরের নগরকান্দা উপজেলায় শেষ হলো নৌকা বাইচ প্রতিযোগিতা যারা পিআর নিয়ে কথা তুলছে তারা স্বৈরাচারের দোসর – হেলেন জেরিন খান রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার

ভারত, চীন ও সিঙ্গাপুরের চিকিৎসক দলকে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

জনপদ ডেস্ক
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৯৫ Time View

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সহযোগিতার জন্য সিঙ্গাপুর, চীন ও ভারতের ২১ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের প্রতিনিধিদলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২৭ জুলাই) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই কৃতজ্ঞতা জানান।

ড. ইউনূস বলেন, “এই সংকটপূর্ণ সময়ে আপনাদের নিষ্ঠা, মানবিকতা ও আন্তর্জাতিক সংহতি প্রশংসার দাবি রাখে। কেবল পেশাগত দক্ষতা নয়, হৃদয়ের অন্তর থেকেই আপনারা এসেছেন—এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি।”

তিনি জানান, অনেক আহতই শিশু, যাদের জরুরি চিকিৎসা ও ট্রমা কেয়ারে আন্তর্জাতিক টিমগুলো স্থানীয় চিকিৎসকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। বৈশ্বিক অংশীদারত্বের এমন নিদর্শন মানবিক ঐক্যের প্রতিফলন বলেও উল্লেখ করেন তিনি।

প্রধান উপদেষ্টা দ্রুত সময়ে টিমগুলোর আগমন ও কার্যক্রম শুরু করার জন্য সংশ্লিষ্ট কূটনৈতিক উদ্যোগেরও প্রশংসা করেন। চিকিৎসকদের মিশন সফল করতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

তিনি আরও অনুরোধ জানান, চিকিৎসকরা যেন ভবিষ্যতেও ভার্চুয়াল বা সরাসরি উপায়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ধরে রাখেন। প্রাতিষ্ঠানিক সহায়তা, চিকিৎসা শিক্ষা বিনিময় ও স্বাস্থ্য খাতে দক্ষতা ও উদ্ভাবনে টেকসই অংশীদারত্বের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

“এ ধরনের সহযোগিতা জনস্বাস্থ্য ও জরুরি প্রস্তুতির ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ভিত্তি গড়ে তুলতে পারে,” বলেন প্রধান উপদেষ্টা।

সাক্ষাতে সিঙ্গাপুরের ১০ জন, চীনের আটজন এবং ভারতের চারজন চিকিৎসক উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও সিঙ্গাপুর মিশনের প্রধানও সেখানে উপস্থিত ছিলেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense