মাদারীপুরের রাজৈরে কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আটক হওয়া তিন ব্যক্তিকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক এই কারাদণ্ডাদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন–
১. বরগুনার নাচনাবাদ গ্রামের আবুল কালাম ফকিরের ছেলে মো. বসার ফকির (২১),
২. পিরোজপুরের নাজিরপুর উপজেলার চিলডুমুরিয়া গ্রামের আল শাহালম মাঝির ছেলে মো. শফিউল্লাহ সুমন (২৫),
৩. একই উপজেলার দেলবাড়ি গ্রামের সাদেক শেখের ছেলে মো. মোস্তাকিম (২১)।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, বুধবার রাতে টেকেরহাট তাতিকান্দা এলাকায় কুমার নদে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে তাদের হাতেনাতে আটক করে রাজৈর থানা পুলিশ।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ৭ দিন করে কারাদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে রাজৈর থানার ওসি মো. মাসুদ খান বলেন,
“আমাদের নিয়মিত নজরদারির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। আটককৃতরা অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করছিল। ইউএনও স্যারের তাৎক্ষণিক হস্তক্ষেপে দণ্ড কার্যকর হওয়ায় আমরা তাকে ধন্যবাদ জানাই। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন,
“নদী থেকে অবৈধভাবে বালু কাটবে আর সাধারণ মানুষ কষ্টে থাকবে—তা হতে দেওয়া হবে না।”
Leave a Reply