শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন

গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, আটক ১

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২১০ Time View

টুঙ্গিপাড়ায় চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে চোর চক্রের একজন সক্রিয় সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার তারাইল বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে টুঙ্গিপাড়া থানা পুলিশ।

গ্রেফতারকৃত রায়হান শেখ (৩০)টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের চর গোপালপুর গ্রামের বাবুল শেখের ছেলে, তার হেফাজত থেকেই উদ্ধার করা হয় চুরি যাওয়া মোটরসাইকেলটি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৯৫ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, পাটগাতী দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী মো. বুলবুল শেখ তার ব্যবহৃত মোটরসাইকেলটি গত বৃহস্পতিবার রাতে বাসার সিঁড়ির নিচে তালাবদ্ধ অবস্থায় রেখে ঘুমাতে যান। পরদিন ভোরে তার বড় ভাই নজরুল ইসলাম টিটু ফজরের নামাজের সময় দেখতে পান, তালা ভেঙে মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে ভুক্তভোগী বুলবুল শেখ টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে টুঙ্গিপাড়া থানা পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় রায়হান শেখকে শনাক্ত করে অভিযান চালায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হান শেখ স্বীকার করেন, তিনি একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা টুঙ্গিপাড়াসহ গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে আসছে এবং সেগুলো নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করত।
এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense