বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১২:৩০ অপরাহ্ন

সবজির দাম বেড়েছে, তবে ডিম ও মুরগিতে কিছুটা স্বস্তি ফিরেছে

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৭৮ Time View
সবজির দাম বেড়েছে, তবে ডিম ও মুরগিতে কিছুটা স্বস্তি ফিরেছে

রাজধানীসহ দেশের সর্বত্র সবজির দাম বেড়েই চলেছে। সপ্তাহজুড়ে প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। এখন ৬০-৮০ টাকার নিচে কোনো সবজি মিলছে না। যদিও বিক্রেতারা জানান, গ্রীষ্মকালীন সবজির সরবরাহ স্বাভাবিক রয়েছে।

সবজির বাজারের চিত্র

শুক্রবার (৪ জুলাই) রাজধানীর মিরপুর ২, শেওড়াপাড়া, কচুক্ষেত ও মহাখালী কাঁচাবাজার ঘুরে দেখা গেছে—

  • শাকজাত পণ্যের মধ্যে লালশাক ১০ টাকা, লাউশাক ৩০-৪০ টাকা, কলমিশাক ২ আঁটি ২০ টাকা, পুঁইশাক ৩০ টাকা, ডাঁটাশাক ২০ টাকায় বিক্রি হচ্ছে।

  • বেগুন ৬০-৮০ টাকা, করলা ও বরবটি ৮০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, পটল ৫০-৬০ টাকা, ধুন্দল ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কচুর লতি ও মুখী ৭০-৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

  • অন্যান্য সবজির মধ্যে সাজনা ১৪০ টাকা, ঝিঙা ৬০ টাকা, ক্যাপসিকাম ৩৫০ টাকা, মিষ্টিকুমড়া ৪০ টাকা, পেঁপে ৩০ টাকা কেজি।

  • লেবু হালি ১০-২০ টাকা, কাঁচাকলা হালি ২০ টাকা, ধনেপাতা ৩২০ টাকা কেজি, কাঁচামরিচ ৬০-৮০ টাকা, কাঁচা আম ৫০-৭০ টাকা, শসা (দেশি ৬০ টাকা, হাইব্রিড ৫০ টাকা)।

  • চালকুমড়া ও লাউ ৪০-৬০ টাকা প্রতি পিস, অসময়ের টমেটো ১০০-১২০ টাকা, মুলা ৬০ টাকা কেজি।

মাছের বাজারে আগুন

মাছের বাজারে ব্যাপক মূল্যবৃদ্ধি লক্ষ করা গেছে—

  • রুই ৩৫০-৪৫০ টাকা, মৃগেল ৩৫০-৪০০, চাষের পাঙাশ ২০০-২৩০, চিংড়ি ৮০০-১২০০, বোয়াল ৬০০-৮০০, বড় কাতল ৪০০-৫৫০ টাকা কেজি।

  • দেশি মাগুর ৮০০-১০০০ টাকা, চাষের শিং ৩০০-৪০০, দেশি শিং ১০০০, কই ২২০-২৩০ টাকা।

  • চাষের পোয়া ৪০০, পাবদা ৩৫০ ও তেলাপিয়া ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

  • ছোট মাছের মধ্যে মলা ৫০০, বাতাসি টেংরা ১৩০০, টেংরা ৬০০-৮০০, কাঁচকি ৫০০ ও পাঁচ মিশালি মাছ ২২০ টাকা।

  • এক কেজি ওজনের ইলিশ ২৭০০ টাকা, ৭০০ গ্রামের ইলিশ ২৪০০ টাকা কেজি।

মাংস ও ডিমের বাজার স্থিতিশীল

মুরগি ও গরুর মাংসের দামে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি—

  • ব্রয়লার মুরগি ১৫০, লাল লেয়ার ২৯০, সোনালি কক ৩০০, হাইব্রিড ২৭০, দেশি মুরগি ৬৫০ টাকা কেজি।

  • লাল ডিম প্রতি ডজন ১২০ টাকা, হাঁসের ডিম ২২০, দেশি ডিমের হালি ৯০ টাকা।

  • গরুর মাংস ৭৮০-৮০০ টাকা, কলিজা ৮০০, মাথার মাংস ৪৫০, বট ৩৫০-৪০০ ও খাসির মাংস ১২০০ টাকা কেজি।

আলু-পেঁয়াজের বাজার

  • আলু ২৫ টাকা, দেশি পেঁয়াজ ৫৫ টাকা ও আমদানি করা (ভারতীয়) পেঁয়াজ ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense