মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন

দেশে মুক্তি পাচ্ছে দুইটি হলিউড সিনেমা

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩১৫ Time View
দেশে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা। ছবি : সংগৃহীত

স্টার সিনেপ্লেক্স প্রতি সপ্তাহে হলিউড সিনেমাপ্রেমীদের জন্য নতুন নতুন ছবি উপহার দেয়। এবারও তাদের ধারাবাহিকতায় দুটি আলোচিত ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। শুক্রবার (৪ জুলাই) মুক্তি পাবে জনপ্রিয় ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ এবং হরর সিরিজ ‘২৮ ইয়ারস লেটার’।

‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ হলিউডের সুপরিচিত ফ্র্যাঞ্চাইজির অংশ, যা পরিচালনা করেছেন গ্যারেথ এডওয়ার্ডস। এটি ২০২২ সালের ‘জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন’ ছবির একটি স্বাধীন সিক্যুয়েল এবং জুরাসিক পার্ক সিরিজের সপ্তম কিস্তি। ইউনিভার্সাল পিকচার্স নির্মিত এই সিনেমার বাজেট প্রায় ১৮০ মিলিয়ন ডলার। এতে স্কারলেট জোহানসন, মাহেরশালা আলী ও জোনাথন বেইলির অভিনয় দেখতে পাওয়া যাবে। ১৯৯৩ সালে ‘জুরাসিক পার্ক’ দিয়ে শুরু হওয়া এই সিরিজের ছয়টি অংশ ইতিমধ্যেই মুক্তি পেয়ে দর্শকদের মন জয় করেছে।

অন্যদিকে, চলতি বছর হলিউডে মুক্তি পাওয়া হরর ছবির মধ্যে সাড়া জাগানো হচ্ছে ‘২৮ ইয়ারস লেটার’ সিনেমাটির। ‘২৮ ডেজ লেটার’ সিরিজের নতুন এই কিস্তি গত ২০ জুন মুক্তি পেয়ে উত্তর আমেরিকার উদ্বোধনী দিনে ১৪ মিলিয়ন ডলার আয় করে রেকর্ড গড়েছে। বক্স অফিস মোজোর তথ্য অনুযায়ী, এটি ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ উদ্বোধনী আয়। মাত্র এক সপ্তাহের মধ্যে সিনেমাটি তার নির্মাণ খরচ পূরণ করেছে এবং সারা বিশ্বের ব্যবসা দাঁড়িয়েছে ৫৬৯ কোটি টাকার ওপর। প্রধান চরিত্রে অভিনয় করেছেন কিলিয়ান মারফি।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense