ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক রাশেদ খান তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। সোমবার (৩০ জুন) রাত ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই ঘোষণা দেন তিনি।
পোস্টে রাশেদ খান উল্লেখ করেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক পদ থেকে আমি নিজ ইচ্ছায় পদত্যাগ করছি। এছাড়াও এনসিপি এবং তার ছাত্র বা যুব সংগঠনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’
জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানের বিজয়বর্ষপূর্তি উদযাপনে সোমবার রাত সারা দেশে মোমবাতি প্রজ্বলনের কর্মসূচি ছিল। এমন সময় যশোর জেলার আহ্বায়ক রাশেদের পদত্যাগের খবর পেয়ে অনেক নেতাকর্মী অবাক হয়েছেন। তার পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে।
পদত্যাগের কারণ জানতে রাশেদ খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি পাওয়া যাননি।
গত বছরের ২৬ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় পরিষদ ১০১ সদস্য বিশিষ্ট যশোর জেলা কমিটি অনুমোদন করে, যেখানে রাশেদ খানকে আহ্বায়ক এবং জেসিনা মুর্শীদ প্রাপ্তিকে সদস্য সচিব করা হয়েছিল।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত