বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগ, পরে অপবাদ দিয়ে মারধর পথসভায় লোক ভাড়া করে এনে টাকা না দেয়ার অভিযোগে হট্টগোল ফরিদরপুরের নগরকান্দা উপজেলায় শেষ হলো নৌকা বাইচ প্রতিযোগিতা যারা পিআর নিয়ে কথা তুলছে তারা স্বৈরাচারের দোসর – হেলেন জেরিন খান রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ আগস্ট ঢাকায় সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২০২ Time View
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ছবি : সংগৃহীত

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আগামী ৩০ আগস্ট একটি সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের জন্য আসছেন। একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এটি তার প্রথম ঢাকা আগমন হবে এবং একই সঙ্গে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ইউরোপীয় কোনো দেশের সরকারের প্রধানের প্রথম বাংলাদেশ সফর হিসেবে বিশেষ তাৎপর্য বহন করে।

মেলোনির সফরের বিষয়টি প্রথম আলোচনায় আসে গত মে মাসে, যখন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি ঢাকায় রাষ্ট্রীয় সফরে আসেন। সেখানে তিনি বাংলাদেশের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে এই সফরের সম্ভাবনা ও যৌথ প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে উভয় পক্ষ সফরটি চূড়ান্ত করেন।

সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, সফরের প্রস্তুতি নিয়ে কাজ দ্রুত চলছে। প্রধানমন্ত্রী মেলোনি ৩০ আগস্ট ঢাকায় পৌঁছাবেন এবং ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন। তবে সফরটি সংক্ষিপ্ত হবে এবং তিনি ১ সেপ্টেম্বর ভোরে দেশে ফিরবেন।

সফরে আলোচনা হবে বাংলাদেশের অভিবাসীদের প্রতি বছর ইতালিতে যাওয়ার আগ্রহ এবং বিভিন্ন ভুল তথ্যের কারণে ভিসা না পাওয়ার সমস্যাসহ নিয়মিত ও নিরাপদ অভিবাসন সংক্রান্ত বিষয় নিয়ে। এছাড়া মানবপাচার প্রতিরোধ, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কিত বিষয়েও কথা হবে।

তদুপরি, ইতালির সঙ্গে ইতোমধ্যে স্বাক্ষরিত ‘মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি’ সংক্রান্ত সমঝোতা স্মারক বাস্তবায়নের জন্য দিকনির্দেশনা প্রাপ্তির বিষয়টিও এই সফরে গুরুত্ব পেতে পারে। ইতালির প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকে সামনে রেখে শিগগিরই একটি আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভার আয়োজনের প্রস্তুতি চলছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense