বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে সব রাজনৈতিক দল একমত হলে ঘোষিত সময়সীমার মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা বাস্তবে সম্ভব নয়।
শুক্রবার (২৭ জুন) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “এ মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুযোগ নেই। দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলন জাতীয় নির্বাচনের লক্ষ্যে, স্থানীয় নির্বাচন নিয়ে নয়। নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব হলো জাতীয় নির্বাচন আয়োজন করা।”
প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক প্রসঙ্গেও তিনি কথা বলেন।
তিনি বলেন, “বিএনপির ধারণা, প্রধান উপদেষ্টা ও সিইসি ইতোমধ্যে নির্বাচন নিয়ে আলোচনায় বসেছেন এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময় ধরে প্রস্তুতি নেওয়ার বিষয়টি উঠে এসেছে। বিএনপি মনে করে, সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচনী প্রস্তুতি নেওয়া সম্ভব। বৈঠকে প্রধান উপদেষ্টা হয়তো এই বার্তাটিই সিইসিকে দিয়েছেন। তবে উভয় পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এলে বিষয়টি আরও পরিষ্কার হবে।”