বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন

কম্পিউটারের গতি বাড়ানোর সহজ কিছু উপায়

প্রযুক্তি ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৭৮ Time View
ছবি : সংগৃহীত

কম্পিউটার ধীর হয়ে গেলে যা করবেন

বর্তমান ডিজিটাল যুগে কম্পিউটার আমাদের জীবনের এক অনিবার্য অংশ। অফিসের কাজ, পড়াশোনা, ফ্রিল্যান্সিং কিংবা বিনোদন—প্রতিটি ক্ষেত্রেই দ্রুতগতির কম্পিউটার এখন অপরিহার্য। তবে দীর্ঘদিন ব্যবহারে অনেক সময় কম্পিউটারের গতি কমে যায়, যা কাজের ব্যাঘাত ঘটায় এবং বিরক্তির কারণ হয়।

এই সমস্যা থেকে মুক্তি পেতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১. টেম্প ফাইল পরিষ্কার করুন

  • Windows Key + R চাপুন

  • টাইপ করুন: temp → Enter চাপুন

  • “You need administrator permission” বার্তা এলে Continue চাপুন

  • সমস্ত ফাইল Select করুন → Shift + Delete দিন

২. %Temp% ফাইল পরিষ্কার করুন

  • Windows Key + R চাপুন

  • টাইপ করুন: %temp% → Enter চাপুন

  • সব ফাইল Select করে Shift + Delete দিন

৩. Prefetch ফাইল পরিষ্কার করুন

  • Windows Key + R চাপুন

  • টাইপ করুন: prefetch → Enter চাপুন

  • “Continue” এ ক্লিক করুন

  • সব ফাইল Select করে Shift + Delete দিন

৪. Recent ফাইল পরিষ্কার করুন

  • Windows Key + R চাপুন

  • টাইপ করুন: recent → Enter চাপুন

  • সব ফাইল Select করুন → Shift + Delete দিন

৫. ভাইরাস ও ম্যালওয়্যার স্ক্যান করুন

কম্পিউটার ধীর হওয়ার অন্যতম কারণ ভাইরাস বা ম্যালওয়্যার।

  • Windows Defender বা Malwarebytes দিয়ে একটি ফুল স্ক্যান চালান।

৬. অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করুন

অপ্রয়োজনীয় বা অল্প ব্যবহৃত সফটওয়্যার রিসোর্স খরচ করে কম্পিউটার স্লো করে দেয়।

  • Control Panel → Programs → Uninstall a Program থেকে এসব সফটওয়্যার সরিয়ে ফেলুন।

অতিরিক্ত পরামর্শ

  • প্রতি সপ্তাহে অন্তত ১ বার কম্পিউটার Restart দিন

  • Desktop এ কম ফাইল রাখুন

  • C Drive-এ কমপক্ষে ২০% জায়গা ফাঁকা রাখুন

  • নিয়মিত Windows ও Drivers আপডেট করুন

  • Power Options থেকে High Performance সিলেক্ট করুন

  • Recycle Bin ফাঁকা রাখুন

  • Windows ও সফটওয়্যারের Auto-update বন্ধ রাখুন (যদি প্রয়োজন না থাকে)

  • অপরিচিত বা ফ্রি সফটওয়্যার থেকে বিরত থাকুন — শুধু বিশ্বস্ত সফটওয়্যার ইনস্টল করুন

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense