শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পথসভায় লোক ভাড়া করে এনে টাকা না দেয়ার অভিযোগে হট্টগোল ফরিদরপুরের নগরকান্দা উপজেলায় শেষ হলো নৌকা বাইচ প্রতিযোগিতা যারা পিআর নিয়ে কথা তুলছে তারা স্বৈরাচারের দোসর – হেলেন জেরিন খান রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার

খামেনি: ইরান কখনোই আত্মসমর্পণ করবে না

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৩২ Time View
ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতির পর জাতির উদ্দেশে প্রথম ভাষণ খামেনির: “ইরান কখনো আত্মসমর্পণ করবে না”

যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি জোর দিয়ে বলেছেন, “ইরান কখনো আত্মসমর্পণ করবে না।”

বৃহস্পতিবার (২৬ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

খামেনি জানান, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে বলেছিলেন, ইরানকে আত্মসমর্পণ করতে হবে। এ মন্তব্যের মাধ্যমে ট্রাম্প স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্র শুধুমাত্র ইরানের পরাজয় ও আত্মসমর্পণেই সন্তুষ্ট হবে।

খামেনি হুঁশিয়ার করে বলেন, “আমাদের জাতি দুর্নিবার। ইরান কখনো মাথা নত করবে না।”

তিনি দাবি করেন, ইরান এই যুদ্ধে বিজয়ী হয়েছে এবং যুক্তরাষ্ট্রের মুখে “একটি শক্ত থাপ্পড়” মেরেছে। তাঁর ভাষায়, “যুক্তরাষ্ট্র এ যুদ্ধে কোনো সাফল্য অর্জন করতে পারেনি।”

খামেনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে অংশ নিয়েছে, কারণ তারা বিশ্বাস করেছিল ইহুদিবাদী শাসনব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। সেই প্রত্যাশাতেই তারা এই সংঘাতে জড়িয়েছে।”

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন জানান। পোস্টে তিনি বলেন, “ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন।” খবরে জানানো হয়, শিগগিরই তিনি জাতির উদ্দেশে একটি ভিডিও বার্তা দেবেন।

বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, যুদ্ধকালীন সময় খামেনি রাজধানী তেহরানের নিজ বাসভবনে না থেকে নিরাপদ এক বাঙ্কারে আশ্রয় নিয়েছেন। যুদ্ধবিরতির আগে থেকে তিনি জনসমক্ষে দেখা দেননি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ এ যুদ্ধের পর ইরানের অভ্যন্তরীণ পরিবেশ অনেক পরিবর্তিত হয়েছে। এমন পরিস্থিতিতে প্রকাশ্যে এসে দেশের বর্তমান অবস্থা খামেনির জন্য বড় একটি ধাক্কা হতে পারে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense