শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
ইসির নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপিকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক স্থগিতের ঘোষণা ইন্দোনেশিয়ার মুসলিমদের জন্য এলো সুখবর দুদকের মামলা: সরকারি তেল কোম্পানির ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিশেষ প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে নেওয়া হলো ১৫ সেনা কর্মকর্তাকে রাজৈরে শহীদ মিনার ভাঙচুর করে ঘর তোলার চেষ্টা, এলাকায় উত্তেজনা সুদে কারবারীদের ফাঁদে এক নিরীহ পরিবার সুবর্ণচরে জমি দখল ঠেকাতে স্থানীয়দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে ডিবির দুই পৃথক অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

কমলাপুরে ভিড়ের মধ্যে স্বস্তি, অন্যরকম পরিবেশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২৯০ Time View
ছবি : সংগৃহীত

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঈদ উপলক্ষে আজ সকাল থেকেই যাত্রীদের ঢল নামে। তবে অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদযাত্রা অনেক বেশি স্বস্তিদায়ক বলে জানিয়েছেন যাত্রীরা।

সময়মতো ট্রেন ছাড়ার পাশাপাশি রেলওয়ে কর্তৃপক্ষের সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে ভোগান্তি অনেক কম হয়েছে বলে তারা উল্লেখ করেছেন।

নির্ধারিত সময় সকাল ১০টায় জামালপুর এক্সপ্রেস হুইসেল বাজিয়ে জামালপুরের উদ্দেশ্যে রওনা হয়। ট্রেন ছাড়ার সময় যাত্রীদের মধ্যে প্রবল উচ্ছ্বাস এবং উৎসাহ দেখা গেছে।

আগে থেকে টিকিট কাটা যাত্রীরা নিজের মতো করে নির্ধারিত আসনে বসে যান। এছাড়া বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করায় অনেক যাত্রীর যাত্রা সুবিধাজনক হয়েছে।

তবে কিছু তরুণ যাত্রী ছাদে উঠে যাত্রা করার প্রবণতা প্রকাশ করেছেন, যা ঝুঁকিপূর্ণ হলেও ঈদের আনন্দে তারা এই ঝুঁকি নিতে প্রস্তুত।

কমলাপুর স্টেশনের আশপাশে হালকা বৃষ্টি দেখা যায়। এই অপ্রত্যাশিত বৃষ্টিতে বাঁচতে অনেক যাত্রী ছাতা, পলিথিন কিংবা কাগজ দিয়ে নিজেদের ঢেকে রাখার চেষ্টা করেছেন।

অবিরাম বৃষ্টির মাঝেও তাদের মুখে ছিল বাড়ি ফেরা আনন্দ। ট্রেন ছাড়ার মুহূর্তে অনেকেই চিৎকার করে তাদের আবেগ প্রকাশ করেছেন।

ঈদযাত্রায় অংশ নেওয়া বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এবারের যাত্রায় অনেকটাই সন্তুষ্ট। তাদের মতে, গত বছরের তুলনায় এবার যাত্রীদের ভোগান্তি অনেক কম হয়েছে।

বেশিরভাগ ট্রেনই নির্ধারিত সময়ে ছেড়ে গেছে, যদিও কিছু ট্রেন পাঁচ থেকে দশ মিনিট দেরিতে রওনা হয়েছে। তবে যাত্রীরা এ সামান্য বিলম্ব নিয়ে কোনো বড় অভিযোগ করেননি।

তবে যাত্রীদের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ দাবি বেশ কয়েকবার উঠে এসেছে—দাঁড়িয়ে চলা যাত্রী ও ছাদে ওঠা যাত্রীদের ভোগান্তি ও ঝুঁকি কমাতে ঈদ স্পেশাল ট্রেনের সংখ্যা আরও বৃদ্ধি করা উচিত। এতে চাপ কমবে এবং যাত্রাও হবে আরও স্বাচ্ছন্দ্যময়।

সর্বমোট, এবারের ঈদযাত্রা ট্রেন চলাচলের সময়ানুবর্তিতা, যাত্রীদের ইতিবাচক মনোভাব এবং রেলওয়ে কর্তৃপক্ষের সুসংগঠিত উদ্যোগের কারণে অনেকটাই সফল ও সুশৃঙ্খল হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category