মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার- পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত “সহকর্মীর সঙ্গে প্রেমে জড়ানোর আগে ভাবুন—এই ৫টি দিক”

মহাসড়কে যানজট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা যা বললেন

অনলাইন সংস্করণ
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৩৪৭ Time View
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

আসছে ঈদুল আজহা, রাজধানীতে গরুর গাড়ির ঢল ও বৃষ্টি: যানজট নিয়ন্ত্রণে তৎপর ট্রাফিক বিভাগ

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর প্রবেশ ও বহির্গমন পয়েন্টগুলোতে যানজটের সৃষ্টি হয়েছে। এর কারণ হিসেবে ঢাকার বাইরে থেকে বিপুল পরিমাণ গরুর গাড়ি ঢুকছে এবং বৃষ্টিপাতও হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, “যদি সবাই নিয়ম মেনে চলে ও ধৈর্য ধরে কাজ করে, তাহলে যানজট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উভয়ই নিয়ন্ত্রণে থাকবে। গাড়ি চালানো, কোরবানির পশুর ট্রাক আনা-নেওয়া, পথচারীদের রাস্তা পারাপার—সবক্ষেত্রে নিয়ম মেনে চলতে হবে এবং অন্যদেরও তা মেনে চলতে উদ্বুদ্ধ করতে হবে।”

তিনি জানান, সরকার নির্ধারিত রেট অনুযায়ী পরিবহন ভাড়া আদায় করা হচ্ছে। “এখন পর্যন্ত এ বিষয়ে তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি,” বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। “যানজট হলেও ট্রাফিক বিভাগ সজাগ রয়েছে, এবং খুব শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে।”

পরিদর্শনকালে তিনি বাস টার্মিনালে উপস্থিত যাত্রীদের সঙ্গে কথা বলেন, তাদের ভাড়া সংক্রান্ত অভিজ্ঞতা জানতে চান এবং কোনো অনিয়ম হয়েছে কি না—তা যাচাই করেন। এরপর তিনি গাবতলী কোরবানির পশুর হাট পরিদর্শন করেন এবং সাংবাদিকদের জানান, “এবারের হাট ব্যবস্থাপনা ভালো। পশুর দাম তুলনামূলক যৌক্তিক ও কিছুটা কম, ফলে ক্রেতারা সুবিধা পাচ্ছেন।”

নিরাপত্তার বিষয়েও তিনি আশ্বস্ত করে বলেন, “ঈদুল আজহা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো এবং আরও উন্নতি হবে।” এছাড়া গরুর কোনো সংকট নেই বলেও তিনি জানান, “বাজারে পর্যাপ্ত কোরবানির পশু রয়েছে। তাই কেউ গরু কিনতে সমস্যায় পড়বেন না।”

এছাড়াও তিনি রাজধানীর মিরপুর ও কাফরুল থানা এবং মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) কার্যালয় পরিদর্শন করেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense