শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
ইসির নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপিকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক স্থগিতের ঘোষণা ইন্দোনেশিয়ার মুসলিমদের জন্য এলো সুখবর দুদকের মামলা: সরকারি তেল কোম্পানির ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিশেষ প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে নেওয়া হলো ১৫ সেনা কর্মকর্তাকে রাজৈরে শহীদ মিনার ভাঙচুর করে ঘর তোলার চেষ্টা, এলাকায় উত্তেজনা সুদে কারবারীদের ফাঁদে এক নিরীহ পরিবার সুবর্ণচরে জমি দখল ঠেকাতে স্থানীয়দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে ডিবির দুই পৃথক অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মহাসড়কে যানজট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা যা বললেন

অনলাইন সংস্করণ
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৪০৬ Time View
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

আসছে ঈদুল আজহা, রাজধানীতে গরুর গাড়ির ঢল ও বৃষ্টি: যানজট নিয়ন্ত্রণে তৎপর ট্রাফিক বিভাগ

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর প্রবেশ ও বহির্গমন পয়েন্টগুলোতে যানজটের সৃষ্টি হয়েছে। এর কারণ হিসেবে ঢাকার বাইরে থেকে বিপুল পরিমাণ গরুর গাড়ি ঢুকছে এবং বৃষ্টিপাতও হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, “যদি সবাই নিয়ম মেনে চলে ও ধৈর্য ধরে কাজ করে, তাহলে যানজট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উভয়ই নিয়ন্ত্রণে থাকবে। গাড়ি চালানো, কোরবানির পশুর ট্রাক আনা-নেওয়া, পথচারীদের রাস্তা পারাপার—সবক্ষেত্রে নিয়ম মেনে চলতে হবে এবং অন্যদেরও তা মেনে চলতে উদ্বুদ্ধ করতে হবে।”

তিনি জানান, সরকার নির্ধারিত রেট অনুযায়ী পরিবহন ভাড়া আদায় করা হচ্ছে। “এখন পর্যন্ত এ বিষয়ে তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি,” বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। “যানজট হলেও ট্রাফিক বিভাগ সজাগ রয়েছে, এবং খুব শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে।”

পরিদর্শনকালে তিনি বাস টার্মিনালে উপস্থিত যাত্রীদের সঙ্গে কথা বলেন, তাদের ভাড়া সংক্রান্ত অভিজ্ঞতা জানতে চান এবং কোনো অনিয়ম হয়েছে কি না—তা যাচাই করেন। এরপর তিনি গাবতলী কোরবানির পশুর হাট পরিদর্শন করেন এবং সাংবাদিকদের জানান, “এবারের হাট ব্যবস্থাপনা ভালো। পশুর দাম তুলনামূলক যৌক্তিক ও কিছুটা কম, ফলে ক্রেতারা সুবিধা পাচ্ছেন।”

নিরাপত্তার বিষয়েও তিনি আশ্বস্ত করে বলেন, “ঈদুল আজহা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো এবং আরও উন্নতি হবে।” এছাড়া গরুর কোনো সংকট নেই বলেও তিনি জানান, “বাজারে পর্যাপ্ত কোরবানির পশু রয়েছে। তাই কেউ গরু কিনতে সমস্যায় পড়বেন না।”

এছাড়াও তিনি রাজধানীর মিরপুর ও কাফরুল থানা এবং মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) কার্যালয় পরিদর্শন করেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category