বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার- পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত “সহকর্মীর সঙ্গে প্রেমে জড়ানোর আগে ভাবুন—এই ৫টি দিক” ১০০ টাকার প্রাইজবন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার

নেতানিয়াহু এবং ইসরায়েল এখন বিশ্বজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দু: জরিপ

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২২৮ Time View
বিশ্বের বিভিন্ন দেশে নেতানিয়াহু ও ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন চলছে। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের নির্বিচার হত্যাযজ্ঞের পর বিশ্বজুড়ে ইসরায়েল এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

এই চিত্র উঠে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক জরিপে।

মঙ্গলবার (৩ জুন) প্রকাশিত জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, ২৪টি দেশের ২৮ হাজারেরও বেশি মানুষ এতে অংশ নিয়েছেন। বিশ্লেষণে দেখা গেছে, অধিকাংশ দেশেই নেতানিয়াহু ও ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মতামত বেড়েছে।

জরিপ অনুযায়ী, কেনিয়া ও নাইজেরিয়া ছাড়া অন্য কোনো দেশেই এক-তৃতীয়াংশের বেশি মানুষ নেতানিয়াহুকে সমর্থন করেননি, যা তার বিশ্ব নেতাদের মধ্যে গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে কমে যাওয়ার ইঙ্গিত দেয়। একই সঙ্গে ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণাও বেড়েছে।

বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে এই পরিবর্তন স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। যুক্তরাষ্ট্রে ৫৩ শতাংশ উত্তরদাতা ইসরায়েলকে নেতিবাচক দৃষ্টিতে দেখে, যা ২০২২ সালের তুলনায় ১১ শতাংশ বেশি। যুক্তরাজ্যে এই নেতিবাচক ধারণা ৪৪ শতাংশ থেকে বেড়ে ৬১ শতাংশে দাঁড়িয়েছে।

গাজা যুদ্ধের মানবিক বিপর্যয়কে এর মূল কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত এবং লাখ লাখ আহত হয়েছেন। ধ্বংস হয়েছে ঘরবাড়ি, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান। আন্তর্জাতিক সম্প্রদায়ের কিছু অংশ এটিকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছে।

এই পরিস্থিতিতে বিশ্বব্যাপী নেতানিয়াহু ও ইসরায়েলের প্রতি জনমতের নেতিবাচক প্রবণতা দেশটির কূটনৈতিক অবস্থান ও বৈশ্বিক সমর্থনে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

বিশ্লেষকদের ধারণা, এই গণমত ক্রমেই আরও বিস্তৃত হবে এবং ভবিষ্যতে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ আরও বৃদ্ধি পাবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense