মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার- পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত “সহকর্মীর সঙ্গে প্রেমে জড়ানোর আগে ভাবুন—এই ৫টি দিক”

আজ আন্তর্জাতিক পরিবেশ দিবস

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২২২ Time View
বিশ্ব পরিবেশ দিবস। ছবি: সংগৃহীত

বিশ্ব পরিবেশ দিবস আজ বৃহস্পতিবার (৫ জুন)। ১৯৭৪ সালে প্রথমবারের মতো এই দিবসটি উদযাপন শুরু হয়। তারপর থেকে প্রতি বছরই বিশ্বব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়ে আসছে।

বাংলাদেশেও দিবসটি নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হবে। এ বছরের প্রতিপাদ্য— ‘প্লাস্টিক দূষণ আর নয়’ এবং স্লোগান— ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’। দিবসটির মূল উদ্দেশ্য— পরিবেশ দূষণের কারণ চিহ্নিত করা, নীতি-নির্ধারণে গুরুত্বারোপ, প্রতিরোধের উপায় নির্ধারণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ।

বিশ্বের ১৪৩টিরও বেশি দেশে নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশেও সরকারি ও বেসরকারি নানা সংগঠন র‍্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযানের মতো কর্মসূচি নিয়মিত আয়োজন করছে।

অন্যান্য দেশের মতো বাংলাদেশও এদিন নানা কার্যক্রম হাতে নিয়েছে। সুস্থ মানবজীবন ও জীববৈচিত্র্য রক্ষার জন্য প্লাস্টিক দূষণ প্রতিরোধে বৈশ্বিক উদ্যোগের পাশাপাশি দেশের অভ্যন্তরেও প্রয়োজনীয় পরিবেশ-সংস্কারের ওপর জোর দেওয়া হচ্ছে। প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনার লক্ষ্যে জাতিসংঘের পরিবেশ অ্যাসেম্বলি আন্তর্জাতিক চুক্তি প্রণয়নের কাজ করছে।

এ বছর বাংলাদেশে ঈদুল আজহার সরকারি ছুটির কারণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ২৫ জুন আনুষ্ঠানিকভাবে দিবসটি উদযাপন করবে। সেদিন প্রধান উপদেষ্টা বৃক্ষরোপণের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং মাসব্যাপী বৃক্ষমেলা ও পরিবেশ মেলা উদ্বোধন করবেন। সেই সঙ্গে তিনি জাতীয় পরিবেশ পদক এবং বৃক্ষরোপণ ও বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পদক প্রদান করবেন।

আলোকিত জনপদ

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense