ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক এমপি টিউলিপ সিদ্দিকের ১৩ বছরের আয়কর সংক্রান্ত নথি এবং অন্যান্য কাগজপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া, ঢাকার শ্যামলীর রিং রোডের জনতা হাউজিং সোসাইটিতে টিউলিপ সিদ্দিকের নামে থাকা একটি ফ্ল্যাট-সংক্রান্ত কাগজপত্রও রাজউক থেকে জব্দ করা হয়েছে।
বুধবার (৪ জুন) দুপুরে দুদকের মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “দুদকের অনুসন্ধানী দল অনুসন্ধানের প্রয়োজনে যেকোনো ব্যক্তির আয়কর নথি জব্দ করতে পারে।”
প্রসঙ্গত, টিউলিপ সিদ্দিক গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভাগ্নি। ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে দুদক তদন্ত করছে। তিনি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ‘সিটি মিনিস্টার’ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দুর্নীতির অভিযোগ ওঠায় সমালোচনার মুখে গত জানুয়ারিতে তিনি পদত্যাগ করেন।
এছাড়া দুদকের মহাপরিচালক জানান, সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরীর স্ত্রী এমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নগদে ৬৪৫ কোটি ৪৭ লাখ ১০ হাজার ৭৫৮ টাকা আত্মসাতের অভিযোগে ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিরা হলেন: নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক, নির্বাহী পরিচালক সাফায়েত আহমেদ, এএমডি মোহাম্মদ আমিনুল হক, সিনিয়র ম্যানেজার (ট্রেজারি) মারুফুল ইসলাম ঝলক, চিফ টেকনোলজি অফিসার আবু রায়হান, হেড অব ফাইন্যান্স অপারেশন রাকিবুল ইসলাম, চিফ ফাইন্যান্স অফিসার আফজাল হোসেন, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব উদ্দিন চৌধুরী এবং হেড অব বিজনেস ইন্টেলিজেন্স গোলাম মর্তুজা চৌধুরী।