শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পথসভায় লোক ভাড়া করে এনে টাকা না দেয়ার অভিযোগে হট্টগোল ফরিদরপুরের নগরকান্দা উপজেলায় শেষ হলো নৌকা বাইচ প্রতিযোগিতা যারা পিআর নিয়ে কথা তুলছে তারা স্বৈরাচারের দোসর – হেলেন জেরিন খান রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার

ভালুকায় জমি দখল নিয়ে দুই দফা হামলায় পৌর বিএনপি নেতাসহ ৪ জন আহত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩১০ Time View
ছবি : সংগ্রহিত

ময়মনসিংহের ভালুকা পৌরসভায় জমি দখল ঠেকাতে গিয়ে দুই দফায় হামলার শিকার হয়ে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলরসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার (৪ জুন) সকালে ভালুকা পৌরসভার কাঁঠালী এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করে ভালুকা মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

থানায় দেওয়া অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাটারফ্লাই ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড ২০১৮ সালে গুলশান-২ এর বাসিন্দা কে এম জাকির হোসেনের কাছ থেকে কাঁঠালী মৌজার এসএ খতিয়ানভুক্ত ২৬৮ নম্বরসহ বিভিন্ন দাগের ৮ একর ৮৭ শতক জমি ক্রয় করে ভোগদখলে আছে। গতকাল বুধবার সকালে স্থানীয় কামরুল ঢালী ওই জমি নিজের দাবি করে খুঁটি পুঁতে এবং বেড়া দিয়ে ২-৩ বিঘা জমি দখলের চেষ্টা করে। খবর পেয়ে বাটারফ্লাই কোম্পানির স্থানীয় প্রতিনিধি ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহাবুবুল আলম দুলু ও অন্যরা বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে বাধা দেওয়া লোকজন কারখানার গেটে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানেও দ্বিতীয় দফায় হামলা চালায়। এতে মাহাবুবুল আলম দুলু (৫০), সবুজ মিয়া (৫৩), আবুল কালাম (৪০) ও আশিক ফকির (৩০) আহত হন।

হামলার ঘটনায় মাহাবুবুল আলম দুলু বাদী হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। মামলায় কাঠালী গ্রামের কামরুল ইসলাম ঢালী, পৌর বিএনপির সদস্য আমান উল্লাহ তাজুনসহ ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে।

মাহাবুবুল আলম জানান, বাটারফ্লাই কোম্পানির কেনা জমির সাফকবলা দলিল করার সময় কামরুল ঢালী নিজেই সনাক্তকারী হয়েছিলেন। অথচ এখন সেই জমি নিজের বলে দাবি করছেন। তিনি জানান, আগের সরকারের আমলে আওয়ামী লীগের দোসর আমান উল্লাহ খান মাখনের সঙ্গে বাটারফ্লাই কোম্পানিতে ব্যবসা করেছেন কামরুল ঢালী। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবি করেন তিনি।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযোগ পেয়েছি। তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense