শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন

বাংলাদেশ ভুটানকে ২-০ গোলে পিছিয়ে রেখেছে

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৮৯ Time View
ছবি : সংগৃহীত

উত্তেজনাপূর্ণ এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভুটানের বিরুদ্ধে মাঠে নামল স্বাগতিক বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এই লড়াইতে, শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে রয়েছে।

খেলার আগে ভুটানের বিপক্ষে বাংলাদেশের স্পেনিশ কোচ হ্যাভিয়ের কাবরেরার দল নির্বাচনের ব্যাপারে অনেক কল্পনা ও জল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত সব সন্দেহ দূর করে কোচ প্রধান দুই খেলোয়াড় হামজা দেওয়ান চৌধুরী ও ফাহমিদুল ইসলামকে মূল একাদশে রেখেছেন।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী গত ২৫ মার্চ ভারতের শিলংয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক করেন। যদিও ঐ ম্যাচটি গোলশূন্য ড্র ছিল, আজকের মাঠে হামজা নিজের রুপে একজন সুপারস্টার হিসেবে উপস্থিত হয়েছেন।

ঘরের মাঠে হামজার স্বপ্নের অভিষেক

ম্যাচের ষষ্ঠ মিনিটেই জামাল ভূঁইয়ার কর্নার থেকে চমৎকার হেডে গোল করে স্বাগতিক বাংলাদেশকে লিড এনে দেন তিনি। এটিই বাংলাদেশের জার্সিতে হামজার প্রথম গোল।

এদিকে, ভারত ম্যাচের সময় ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে নিয়ে বেশ আলোচনা হয়েছিল।

সে সময় কোচ তাকে সৌদি আরব থেকে সরাসরি ঢাকায় না এনে ইতালিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়ায় বিভিন্ন মহলে সমালোচনা হয়।

তবে জুন উইন্ডোতে ক্যাবরেরা আবারও ফাহমিদুলকে দলে ডেকেছেন এবং আজকের ম্যাচে তাকে একাদশেও রেখেছেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense