বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার- পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত “সহকর্মীর সঙ্গে প্রেমে জড়ানোর আগে ভাবুন—এই ৫টি দিক” ১০০ টাকার প্রাইজবন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার

রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয় নেতা-কর্মী গ্রেফতার

অনলাইন সংস্করণ
  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৫৮ Time View

ঢাকায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিনসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও ছয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সোমবার (২ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও চেয়ারম্যান ওয়ানা মারজিয়া নিতু (৪৬), আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সহ-সভাপতি মো. আব্দুস সালাম (৫৭), চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার দুইবারের সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ (৭০), দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. নাসির আহমেদ (৬০), ঢাকা দক্ষিণের ২৪ নম্বর ওয়ার্ড, লালবাগ থানা আওয়ামী লীগের প্রাক্তন কমিটির প্রচার সম্পাদক মো. নুরুল হক (৬২), এবং মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প বাজার ইউনিট আওয়ামী লীগের সেক্রেটারি মো. সাঈদ ওরফে মাছুয়া সাঈদ (৫৪)।

ডিবি সূত্রে জানা গেছে, রোববার (১ জুন) রাতে ঢাকার মিরপুর পীরেরবাগ এলাকা থেকে ওয়ানা মারজিয়া নিতুকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগের একটি দল। একই রাতে ডিবি-সাইবার বিভাগের একটি টিম উত্তরা এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুস সালামকে গ্রেফতার করে।

আজ সোমবার সকালে শান্তিনগর এলাকা থেকে নাছির উদ্দিন আহমেদকে ডিবি-গুলশান বিভাগের একটি দল গ্রেফতার করে। এছাড়া, রোববার রাতে লালবাগ থেকে মো. নুরুল হক, পল্লবী এলাকা থেকে মো. নাসির আহমেদ, এবং ওয়ারী এলাকা থেকে মো. সাঈদ ওরফে মাছুয়া সাঈদকে ডিবি-লালবাগ বিভাগের জোনাল টিম গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তারা সংগঠিতভাবে আইনশৃঙ্খলা ভঙ্গ করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাশাপাশি ঢাকার বিভিন্ন স্থানে দ্রুতগতির মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছিলেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense