বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন

রাতেই ঝড়ের সম্ভাবনা রয়েছে যেসব এলাকায়

অনলাইন সংস্করণ
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৩৪২ Time View
রাতের মধ্যেই দেশের ১০ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। ছবি: সংগৃহীত

টানা কয়েকদিনের ভারী বর্ষণের পর অবশেষে দেশের আকাশে দেখা দিয়েছে সূর্য। তবে বিভিন্ন অঞ্চলে এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এ অবস্থায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাত (১ জুন) ১টা পর্যন্ত দেশের ১০টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ী দমকা হাওয়া বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, ঢাকাসহ ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ৪০৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। এছাড়া নেত্রকোনায় ১৭৯, সীতাকুণ্ডে ১৩৫, চট্টগ্রামে ১২০, শ্রীমঙ্গলে ১০৩, ময়মনসিংহে ৯৪, টেকনাফে ৮৩, তেঁতুলিয়ায় ৮০, চট্টগ্রামের আমবাগানে ৬৩ ও রাঙামাটিতে ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ধিত ৫ দিনের শেষের দিকে দেশের তাপমাত্রা বাড়তে পারে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense