বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন

সৌদি আরবে পৌঁছেছেন ৮৫ হাজারের বেশি হজযাত্রী, এর মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে

অনলাইন সংস্করণ
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ২৪৪ Time View
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৮৫ হাজারের বেশি বাংলাদেশি। ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন করতে ৮৫ হাজার ১৬৪ জন বাংলাদেশি ইতিমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন। এ পর্যন্ত ২১৯টি ফ্লাইটে তারা মধ্যপ্রাচ্যের দেশটিতে গেছেন।

রোববার (১ জুন) হজ বুলেটিনের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০৮টি, সৌদি এয়ারলাইনস ৮০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৩১টি ফ্লাইট পরিচালনা করেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৪১ হাজার ৯০২, সৌদি এয়ারলাইনসে ৩০ হাজার ৭৮৯ এবং ফ্লাইনাস এয়ারলাইনসে ১২ হাজার ৪৭৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

এদিকে, হজ পালনে সৌদি আরবে গিয়ে এ বছর এখন পর্যন্ত ১৫ বাংলাদেশি মারা গেছেন। সর্বশেষ মৃত্যু হয়েছে ২৯ মে মাদারীপুরের মোসলেম হাওলাদারের। নিহতদের মধ্যে ১৪ জন পুরুষ ও একজন নারী; এর মধ্যে মক্কায় নয়জন এবং মদিনায় ছয়জন মারা গেছেন।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ওই দিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে ছেড়ে যায়। ৩১ মে পর্যন্ত হজ ফ্লাইট পরিচালনা হয়েছে। ফিরতি ফ্লাইট ১০ জুন শুরু হবে এবং ১০ জুলাই পর্যন্ত চলবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense