বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন

ড. ইউনূস ‘কিং চার্লস হারমনি’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন

অনলাইন সংস্করণ
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৫৮ Time View
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আসন্ন ঈদের পর যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। সেখানে তাকে ‘কিং চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ড. ইউনূস ৯ জুন ঢাকা ত্যাগ করে ১০ জুন লন্ডনে পৌঁছাবেন। ১২ জুন রাজকীয় অনুষ্ঠানে তাকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হবে। এরপর ১৩ জুন তিনি দেশে ফিরবেন।

সফরকালে ড. ইউনূসের ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে পৃথক বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকগুলোতে পাচার হওয়া অর্থ ফেরত আনা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, উন্নয়ন সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

বিশেষ করে, রোহিঙ্গা ইস্যু এবং উন্নয়ন সহযোগিতায় যুক্তরাজ্যের আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করা হচ্ছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense