বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন

জাপানের কাছ থেকে ৭৫০ মিলিয়ন ডলার পাওয়ার প্রত্যাশা করছেন প্রেস সচিব

অনলাইন সংস্করণ
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৪৭ Time View
শফিকুল আলম

জাপানের কাছ থেকে ৫০০-৭৫০ মিলিয়ন বা ১ বিলিয়ন ডলার সহায়তার প্রত্যাশা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রধান উপদেষ্টার আসন্ন জাপান সফরে দেশটির কাছ থেকে ৫০০ থেকে ৭৫০ মিলিয়ন ডলার, এমনকি ১ বিলিয়ন ডলার পর্যন্ত সহায়তার আশা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর মধ্যে ৫০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা হিসেবে পাওয়া যেতে পারে।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “এই সফরটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাপানি বিনিয়োগকারীদের মধ্যে বাংলাদেশের প্রতি প্রবল আগ্রহ রয়েছে। আড়াই হাজার জাপানির জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হয়েছে। সেই অঞ্চলে আরও বেশি বিনিয়োগ আনতে এবং বিনিয়োগকারীদের জন্য অতিরিক্ত সুবিধা নিয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। উক্ত সেমিনারে প্রায় ৩০০ জন জাপানি বিনিয়োগকারী উপস্থিত থাকবেন।”

মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, “এই প্রকল্পে বিভিন্ন পরিকল্পনা রয়েছে। যদি পুরো পরিকল্পনা বাস্তবায়ন করা হয়, তবে প্রায় ১৪০ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রয়োজন হবে। এই সফরে কিভাবে সেই বিনিয়োগ নিশ্চিত করা যায়, সেটিই হবে আলোচনার কেন্দ্রবিন্দু।”

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও উপস্থিত ছিলেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense