বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন

ছয় মাসে বিদেশ থেকে বিনিয়োগ এসেছে ৭৫৬ মিলিয়ন ডলার

অনলাইন সংস্করণ
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩৭৫ Time View

অক্টোবর ২০২৪ থেকে মার্চ ২০২৫ পর্যন্ত ছয় মাসে দেশে মোট বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫৬ মিলিয়ন মার্কিন ডলার, যা দেশের মুদ্রায় প্রায় ৯,২৪৭ কোটি টাকা। একই সময়ে প্রস্তাবিত বিদেশি বিনিয়োগের পরিমাণ প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার বা ১২,২২০ কোটি টাকা।

মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কর্তৃক প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যগুলো জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি এক শিল্প সংগঠনের প্রতিনিধি বিদেশি বিনিয়োগ ও বিনিয়োগ প্রবণতা সম্পর্কে বিভিন্ন সংবাদমাধ্যমে মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, বিডা শুধুমাত্র জিটুজি প্রকল্পে জড়িত এবং গত আট মাসে দেশে নতুন কোনো বিদেশি বিনিয়োগ আসেনি। এছাড়া, বিডা দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনে কোনো উদ্যোগ নেয়নি এবং বর্তমানে বিদেশি বিনিয়োগকারীরা যৌথ উদ্যোগে বিনিয়োগ করতে আগ্রহী নন। এসব মন্তব্যের প্রেক্ষিতে সঠিক ও প্রাসঙ্গিক তথ্য প্রদান করা হলো।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অক্টোবর ২০২৪ থেকে মার্চ ২০২৫ পর্যন্ত মোট নেট বিদেশি বিনিয়োগ হয়েছে ৭৫৬ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৯,২৪৭ কোটি টাকা)। গত নয় মাসে বিডা মোট ৭৩৯টি শিল্প প্রকল্প নিবন্ধিত করেছে, যার মধ্যে শতভাগ বিদেশি প্রকল্প ৬৬টি এবং যৌথ বিনিয়োগ প্রকল্প ৬১টি।

বেজা ১৬টি প্রতিষ্ঠানের সাথে জমি ইজারা চুক্তি করেছে, যেখানে শতভাগ বিদেশি প্রকল্প রয়েছে ৬টি এবং যৌথ বিনিয়োগ রয়েছে ৩টি। বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ৩১টি প্রতিষ্ঠানের সঙ্গে ইজারা চুক্তি করেছে।

মোট মিলিয়ে প্রস্তাবিত বিদেশি বিনিয়োগের পরিমাণ প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার (১২,২২০ কোটি টাকা)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “বিদেশি বিনিয়োগ সম্পর্কে এ ধরনের অবাস্তব মন্তব্য দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করে। আমরা আশা করি, বিনিয়োগ সম্পর্কিত জনসম্মুখে প্রকাশিত মতামত সঠিক তথ্যের ওপর ভিত্তি করে দেওয়া হবে, যাতে জনসাধারণ এবং ব্যবসায়ী মহলে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি না হয়।”

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense