বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন

পাকিস্তান সিরিজে ডিআরএস প্রযুক্তি ব্যবহার করা হবে না!

স্পোর্টস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩৩২ Time View
ডিআরএস ছাড়াই মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

ক্রিকেটে সঠিক সিদ্ধান্ত নিশ্চিতে আম্পায়ারের রায় চ্যালেঞ্জ করার সুযোগ দিয়ে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) একটি কার্যকর প্রযুক্তি হিসেবে প্রতিষ্ঠিত। খেলার স্বচ্ছতা বাড়াতে দিন দিন ক্রিকেটে যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি। তবে এমন সময়েই ডিআরএস ছাড়াই একটি আন্তর্জাতিক সিরিজ খেলতে নামতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান।

আগামীকাল (বুধবার) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে সিরিজে থাকছে না ডিআরএস সুবিধা। এর পেছনে রয়েছে বিশেষ এক পরিস্থিতি।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলাকালীন ভারতের সঙ্গে সামরিক উত্তেজনা শুরু হলে আতঙ্কে দেশ ছেড়ে চলে যায় ডিআরএস প্রযুক্তি সরবরাহকারী হক-আই টিম। যুদ্ধবিরতির পর খেলা পুনরায় শুরু হলেও হক-আই দল আর পাকিস্তানে ফিরে আসেনি। ফলে বাধ্য হয়েই পিএসএলের শেষ কয়েকটি ম্যাচ ডিআরএস ছাড়াই আয়োজন করতে হয়।

পিসিবি জানিয়েছে, হক-আই দল এখনও পাকিস্তানে না ফেরায় বাংলাদেশের বিপক্ষেও ডিআরএস ছাড়াই মাঠে গড়াবে সিরিজটি। এ বিষয়ে বাংলাদেশ দলকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।

ডিআরএস না থাকায় কিছু বিতর্কিত সিদ্ধান্তের আশঙ্কা থাকলেও উভয় দলই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত বলে মনে করছে পিসিবি।

উল্লেখ্য, গত রোববার অনুষ্ঠিত হয়েছে পিএসএলের দশম আসরের ফাইনাল। গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে সাকিব, রিশাদ ও মিরাজদের ইসলামাবাদ ইউনাইটেড তৃতীয়বারের মতো শিরোপা জেতে। ফাইনালসহ টুর্নামেন্টের শেষ দিকের সব ম্যাচই অনুষ্ঠিত হয় লাহোরেই।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচগুলো আগামী ২৮ ও ৩০ মে এবং ১ জুন অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense