শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার- পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত “সহকর্মীর সঙ্গে প্রেমে জড়ানোর আগে ভাবুন—এই ৫টি দিক”

গোপালগঞ্জে ঈদ পরবর্তী ভ্রাম্যমান আদালত পরিচালনার লক্ষাধিক টাকা জরিমানা আদায়

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৩৫৬ Time View

গোপালগঞ্জ সদর উপজেলা সহ জেলার সব উপজেলায় নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে এবং ঈদ পরবর্তী যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায়, কাউন্টারে নির্দিষ্ট গন্তব্যে দূরত্ব অনুযায়ী সরকার নির্ধারিত ভাড়ার তালিকা না টাঙ্গানো, অবৈধ পার্কিং বন্ধে জেলা প্রশাসকের দিকনির্দেশনায় সড়ক পরিবহন আইনে বিভিন্ন স্থানে পৃথক পৃথকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন গোপালগঞ্জের ৫ উপজেলা নির্বাহী অফিসার।

শুক্রবার (৪ এপ্রিল) সদর উপজেলার বিভিন্ন স্থানে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ৭টি মামলা দায়ের এবং জরিমানা বাবদ ৪৭,০০০/- টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী ও গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান জানান, গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত) মুহম্মদ কামরুজ্জামান স্যারের দিকনির্দেশনা গোপালগঞ্জ সহ জেলার অন্যান্য উপজেলায় নিরাপদ সড়ক নিশ্চিতকরণে এবং ঈদ পরবর্তী সময়ে যাত্রীদের নিকট থেকে যেন কোন অবস্থাতেই অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস এম তারেক সুলতান এক প্রেস বিজ্ঞপ্তিতে গত ৪ এপ্রিল জেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনাকালে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, ভাড়ার তালিকা প্রদর্শন না করা, রুট পারমিট না থাকা, ফিটনেসবিহীন গাড়ি চালানো সহ অবৈধ পার্কিং এর অভিযোগে ২৬টি মামলায় মোট ১,১২,৯০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে বলে জানিয়েছেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense