যশোরের অভয়নগরে ফুচকা খেয়ে ৫০ জন নারী-পুরুষসহ একটি শিশুর অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৩১ মার্চ) রাতে ঈদের মেলা থেকে ফুচকা খেয়ে অসুস্থ হওয়া রোগীরা অভয়নগর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (০১ এপ্রিল) সকালে অসুস্থ রোগীদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এক পরিবারের তিনজন অসুস্থ হওয়ার ঘটনা জানিয়েছেন কাপাশহাটি গ্রামের বাসিন্দা মাওলানা তাকিব হুসাইন। তিনি বলেন, ঈদের দিন ভৈরব সেতুর পূর্বপাড়ে দেয়াপাড়া এলাকায় বসেছিল ঈদের মেলা। সেখানে গিয়ে ফুচকা খেয়ে তার পরিবারের তিনজন, বেঙ্গল টেক্সটাইল মিলের ইমাম সাহেবের পরিবারের আটজন, প্রেমবাগ গ্রামের এক পরিবারের পাঁচজন, যথাক্রমে আসাদুল, তার স্ত্রী সুমাইয়া, ছেলে সোহাগ ও সিয়াম, মেয়ে বৃষ্টিসহ মোট ৫০ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব বলেন, ঈদের দিন মেলা থেকে ফুচকা খেয়ে ফুড পয়জনিং (ডাইরিয়া) হয়ে ৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে শিশুদের সংখ্যা বেশি, তবে বয়স্ক নারী-পুরুষও রয়েছেন।
তিনি আরও জানান, বেশিরভাগ রোগীর পেটে ব্যথা ও বমির সমস্যা দেখা দিয়েছে, তাই তাদের হাসপাতালে ভর্তি করে স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।