শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পথসভায় লোক ভাড়া করে এনে টাকা না দেয়ার অভিযোগে হট্টগোল ফরিদরপুরের নগরকান্দা উপজেলায় শেষ হলো নৌকা বাইচ প্রতিযোগিতা যারা পিআর নিয়ে কথা তুলছে তারা স্বৈরাচারের দোসর – হেলেন জেরিন খান রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার

মিয়ানমারের মানবিক সংকটের মধ্যেই জান্তা সরকারের বোমাবর্ষণ অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৩৪৭ Time View
মিয়ানমারের ভূমিকম্পের উৎপত্তিস্থল জান্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এলাকায় পড়লেও বিদ্রোহীদের নিয়ন্ত্রিত কিছু এলাকাও এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি : সংগৃহীত

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের মধ্যে সামরিক জান্তার বিমান ও ড্রোন হামলা অব্যাহত

ভয়াবহ ভূমিকম্পের ফলে সৃষ্ট মানবিক সংকটের মধ্যেও মিয়ানমারের সামরিক জান্তা বিমান ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।

বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) এই হামলার নিন্দা জানিয়েছে। তাদের বক্তব্য, যখন ভূমিকম্পে হাজারো মানুষ বিপর্যস্ত, তখনও সামরিক বাহিনী হামলা বন্ধ না করে উল্টো তৎপরতা বাড়িয়েছে।

সোমবার (৩১ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ভয়াবহ এই ভূমিকম্পে প্রায় ১ হাজার ৭০০ জন নিহত হয়েছেন এবং ৩ হাজার ৪০০ জনের বেশি আহত হয়েছেন। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। জাতিসংঘের তথ্যমতে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে মানবিক সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

গত শুক্রবার ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প দেশটির সাগাইং অঞ্চলকে সবচেয়ে বেশি কাঁপিয়ে দেয়। এছাড়া বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকাগুলোরও ব্যাপক ক্ষতি হয়েছে। ইরাবতী নদীর ওপর একটি সেতু ভেঙে পড়ায় উদ্ধারকর্মীরা দুর্গত অঞ্চলে পৌঁছাতে পারছেন না।

এই সংকটের মধ্যেই কারেন রাজ্যে বিমান হামলা চালিয়েছে সামরিক বাহিনী বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন ফ্রি বার্মা রেঞ্জার্স। তারা জানিয়েছে, কেএনইউ’র সদর দপ্তরের কাছাকাছি এলাকায় হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে কেএনইউ বলেছে, “সামরিক বাহিনীর বর্তমান অগ্রাধিকার হওয়া উচিত ভূমিকম্প-দুর্গতদের সাহায্য করা। কিন্তু তারা বরং নিজেদের জনগণের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে।”

ভূমিকম্পের পর আসিয়ান জোটের পররাষ্ট্রমন্ত্রীরা একটি জরুরি বৈঠক করেছেন। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান মিয়ানমারে অবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তবে সামরিক জান্তার মুখপাত্র রয়টার্সের অনুরোধ সত্ত্বেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকেই বিদ্রোহী গোষ্ঠীগুলো ও গণতন্ত্রপন্থিরা জান্তার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে, যা দেশটিতে গৃহযুদ্ধের তীব্রতা বাড়িয়ে তুলেছে।

বিশ্লেষকদের মতে, ভূমিকম্পের প্রভাবে সামরিক অভিযান কমবে বলে ধারণা করা হলেও বাস্তবে উল্টো দৃশ্য দেখা যাচ্ছে। জান্তা বাহিনীর হামলা মানবিক সংকটকে আরও ঘনীভূত করছে।

মিয়ানমারের জন্য এখন জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা ও যুদ্ধবিরতি প্রয়োজন। তবে সামরিক জান্তার বিমান হামলা অব্যাহত থাকায় দেশটি আরও গভীর সংকটের দিকে এগিয়ে যাচ্ছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense