সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :

জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি ফায়েজুল সম্পাদক মিলন

মাদারীপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৩০ Time View

জাতীয় সাংবাদিক সংস্থার মাদারীপুর জেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী দুই বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে রাজধানী ঢাকার মতিঝিলে সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কমিটি অনুমোদন করেন সংস্থার কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো: মমিনুর রশিদ শাইন ও মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।

এতে দৈনিক আলোকিত নিউজের মোঃ ফায়েজুল কবির কে সভাপতি ও দৈনিক রূপালী বাংলাদেশের মোহাম্মদ ইমদাদুল হক মিলন কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটিতে ঢাকা প্রতিদিনের নাসির উদ্দিন ফকির লিটন, দীপ্ত টিভির রফিকুল ইসলাম রাজা ও বাংলা নিউজ২৪.কম এর ইমতিয়াজ আহমেদ কে সহ-সভাপতি করা হয়েছে এবং মাইটিভির মোহাম্মদ জিয়াউদ্দিন লিয়াকত, প্রতিদিনের বাংলাদেশের সাইফুল ইসলাম নয়ন ও দৈনিক গণমুক্তির মোহাম্মদ মামুন কে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়া দৈনিক বাংলাদেশ কন্ঠ’র মো. সবুজ মিয়া কে সাংগঠনিক সম্পাদক, কালবেলার শিবচর প্রতিনিধি আবু সালেহ মুসা কে সহ-সাংগঠনিক সম্পাদক, কালবেলার ডাসার প্রতিনিধি সৈয়দ রাকিবুল ইসলাম কে দপ্তর সম্পাদক, বাংলাদেশ বুলেটিনের মো: আবির হাসান কে প্রচার সম্পাদক, সিএনএন বাংলা টিভির এস.এম. আজাহার হোসেন কে কোষাধ্যক্ষ, রূপালী বাংলাদেশের শিবচর প্রতিনিধি মো: বজলুর রহমান কে সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, মুক্ত খবরের নিজস্ব প্রতিবেদক মুন্না শরীফ কে ক্রীড়া সম্পাদক।

কমিটিতে ডেলটা টাইমসের সুজন হোসেন কে ধর্ম বিষয়ক সম্পাদক, দৈনিক বার্তা সরণির চায়না শেখ কে মহিলা বিষয়ক সম্পাদক, দৈনিক স্বাধীনমতের মো: জুয়েল হোসেন জয় কে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক করা হয়েছে। এছাড়া আজকের দর্পনের মীর মফিজুল ইসলাম ইমরান, যুগান্তরের রবিউল ইসলাম ও দৈনিক অধিকারের তুহিন মৃধা কে সাধারণ সদস্য করা হয়েছে।

এছাড়া উপদেষ্টা পরিষদে বাংলাদেশ বেতার ও সময়ের আলো এবং মৈত্রী মিডিয়ার সভাপতি সিনিয়র সাংবাদিক মাহবুবর রহমান বাদল, দৈনিক জনকণ্ঠের সিনিয়র সাংবাদিক সুবল বিশ্বাস, দৈনিক টেকেরহাট পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ¦ নাজমুল হোসেন বাসু, বাসস, দৈনিক আজকের পত্রিকার সিনিয়র সাংবাদিক আয়েশা আকাশী, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ টিভির সিনিয়র সাংবাদিক বেলাল রিজভী, সকালের সময়ের সিনিয়র সাংবাদিক এস.এম. আরাফাত হাসান ও দৈনিক যুগান্তরের সিনিয়র সাংবাদিক এইচ.এম. মিলনসহ অন্যরা রয়েছেন।

আগামী দুই সপ্তাহের মধ্যে উপজেলা কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় কমিটি। এছাড়া আগামী ২৮ ডিসেম্বর জাতীয় মহাসমাবেশ সফল করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

উল্লেখ্য, ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারী প্রয়াত মুহাম্মদ আলতাফ হোসেন প্রতিষ্ঠা করেন জাতীয় সাংবাদিক সংস্থা। গত ৫ আগষ্ট সরকার পতনের পর জেলা উপজেলা সহ সারাদেশের সকল কমিটি বিলুপ্ত করা হয়।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense