প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৫:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২০, ৭:৩৩ এ.এম
বৃষ্টিতে দুর্ভোগে বীরগঞ্জের নিম্ন আয়ের মানুষেরা।

বীরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ বিগত কয়েক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে দিনাজপুরে।এতে চরম দুর্ভোগে পড়েছেন বীরগঞ্জ উপজেলার নিম্ন আয়ের মানুষেরা। বৃষ্টির কারণে ঘর থেকে বেড় হতে না পাড়ার ফলে দিন মজুর মানুষজন সংসার চালাতে ইতিমধ্যে ধার-দেনা করে টাকা নেয়া শুরু করেছে।মৌসুমী বায়ুর প্রভাবে দিনাজপুর জেলা সহ দেশজুড়ে বৃষ্টিপাত হচ্ছে। দিনাজপুরে কয়েকদিন ধরেই হানা দিয়েছে বৃষ্টি। কখনো ভারি কখনো মুষল ধারে বৃষ্টিপাত হচ্ছে।বৃষ্টি পাতের ফলে আত্রাই নদীর ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়া ঘাট পয়েন্টে নদী ভাঙ্গন দেখা দিয়েছে।
এদিকে টানা বৃষ্টিতে এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। কমে গেছে মানুষের চলাচল। যাত্রী না পেয়ে বেকার সময় পার করছে অটোরিকশা ভ্যান চালকরা।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত