সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :

লেবানন থেকে পাঁচটি ধাপে দেশে ফিরেছেন ২১৬ জন বাংলাদেশি

অনলাইন রিপোর্ট
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২৬০ Time View
লেবানন থেকে পাঁচটি ধাপে দেশে ফিরেছেন ২১৬ জন বাংলাদেশি। ছবি : সংগৃহীত

লেবাননের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে আরও ৩৬ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। এ নিয়ে পাঁচ দফায় মোট ২১৬ জন বাংলাদেশি লেবানন থেকে দেশে ফিরলেন।

বুধবার (৩০ অক্টোবর) তাদের এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটে ফিরিয়ে আনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক এই ৩৬ জন বাংলাদেশিকে সম্পূর্ণ সরকারি ব্যয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম-এর কর্মকর্তারা দেশে ফেরা নাগরিকদের স্বাগত জানান। প্রত্যাবাসিতদের আইওএম থেকে পাঁচ হাজার টাকা হাতখরচ, কিছু খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা প্রদান করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান যুদ্ধের ভয়াবহতা নিয়ে দেশে ফেরা নাগরিকদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন। লেবাননে এখনো কোনো বাংলাদেশি হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। যারা দেশে ফিরতে ইচ্ছুক, তাদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ সরকার সম্পূর্ণ খরচ বহন করবে বলে জানানো হয়েছে। বৈরুতের বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense