সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :

এবার খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা আরও ১০টি মামলা বাতিল করা হয়েছে

অনলাইন রিপোর্ট
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৫৯ Time View
বেগম খালেদা জিয়া। পুরোনো ছবি

রাষ্ট্রদ্রোহ মামলার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে দায়ের করা ১০টি মামলা বাতিল করেছেন হাইকোর্ট।

বুধবার (৩০ অক্টোবর) বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই মামলাগুলোর বাতিলের রায় দেন।

এদিন আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। এছাড়াও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, অ্যাডভোকেট জাকির হোসেন এবং অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া।

এর আগে রাষ্ট্রদ্রোহ মামলাও বাতিল করেছেন হাইকোর্ট। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই মামলা বাতিল করে রায় দেন।

আদালত বলেন, রাষ্ট্রদ্রোহ মামলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন হয়, যা এ ক্ষেত্রে ছিল না।

প্রসঙ্গত, ২০১৫ সালের ডিসেম্বরে মুক্তিযুদ্ধের শহীদ সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense