সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :

সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “সাংবিধানিক সংকট সৃষ্টির চেষ্টা চলছে

অনলাইন রিপোর্ট
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২২২ Time View
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, দেশে সাংবিধানিক সংকট সৃষ্টির পাঁয়তারা চলছে।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত রাজধানীতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদ হওয়া পরিবারদের সঙ্গে মতবিনিময়, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সালাহউদ্দিন বলেন, “দেশে নানা ধরনের সাংবিধানিক সংকট তৈরির চেষ্টা চলছে। আমাদের আগে থেকেই এসব সংকটের পেছনের শক্তি সম্পর্কে বিশ্লেষণ করা উচিত। রাষ্ট্রীয় বা সাংবিধানিক সংকট যাতে সৃষ্টি না হয়, সেদিকে আমাদের সজাগ থাকতে হবে এবং ফ্যাসিবাদ যেন সুযোগ নিতে না পারে, সে বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।”

তিনি আরও বলেন, ছাত্রলীগকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করা হয়েছে, যা জনগণের দাবি ছিল। এই সিদ্ধান্ত দেশব্যাপী প্রশংসিত হয়েছে এবং জনগণ গ্রহণ করেছে। আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার দাবি উল্লেখ করে তিনি বলেন, “গুলি করে ছাত্র-জনতাকে হত্যা করার পর আওয়ামী লীগ এই দেশে রাজনীতি চালিয়ে যাবে কি না, সে সিদ্ধান্ত জনগণই নেবে।”

তিনি আরও বলেন, “আমরা চাই না কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার দায়িত্ব ব্যক্তিগতভাবে নেই; এটি জনগণের সিদ্ধান্ত। যদি আদালত এবং দেশের জনগণ চায়, তবে সেই সিদ্ধান্তই চূড়ান্ত হবে।”

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense