মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার- পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত “সহকর্মীর সঙ্গে প্রেমে জড়ানোর আগে ভাবুন—এই ৫টি দিক”

মোবাইল চুরির সমস্যা মোকাবিলায় গুগল নিয়ে আসছে নতুন ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৩৮৪ Time View
প্রতীকী ছবি

বর্তমানে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি এখন ফ্যাশন ও শখেরও অংশ। তবে এই প্রিয় ফোনটি হারিয়ে গেলে বা চুরি হলে মন খারাপ হওয়াই স্বাভাবিক। গ্রাহকদের এই সমস্যাকে মাথায় রেখে গুগল একটি নতুন ফিচার নিয়ে আসছে, যা মোবাইল চোরদের জন্য হবে বেশ ঝামেলার।

এই নতুন ফিচারটি চালু থাকলে, কোনো অ্যাপ ব্যবহার করতে চাইলে বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক পরিচয় দিতে হবে। অর্থাৎ চোর যদি আপনার পিন, প্যাটার্ন বা পাসওয়ার্ড জেনেও যায়, তবুও স্পর্শকাতর অ্যাপগুলো ব্যবহার করতে পারবে না। অ্যান্ড্রয়েডের এই ‘আইডেন্টিটি চেক’ ফিচারটি এটি নিশ্চিত করবে।

অ্যাপলের ‘স্টোলেন ডিভাইস প্রোটেকশন’ ফিচার অনুসরণে গুগল এই ফিচারটি অ্যান্ড্রয়েডে নিয়ে আসছে। ‘আইডেন্টিটি চেক’ চালু থাকলে যেকোনো অ্যাপ খোলার সময় বায়োমেট্রিক অথেন্টিকেশন প্রয়োজন হবে, এমনকি সাধারণ পিন বা পাসওয়ার্ড দিয়েও যদি অ্যাপ খুলতে চাওয়া হয়। সম্প্রতি গুগল এই ফিচারটির ঘোষণা দিয়েছে।

এতেই শেষ নয়; কোনো চোর যদি ফোন চুরি করে পালিয়ে যেতে চায়, তাহলেও তাকে ঠেকানো যাবে। ফোনটি যদি দৌড়ানো বা গাড়িতে চলাচল শনাক্ত করে, তবে সেটি স্বয়ংক্রিয়ভাবে ‘ডিটেকশন লক’ মোড চালু করবে, ফলে চোর ফোনটি খুলতে পারবে না।

চলতি কয়েক দিনের মধ্যেই এই ফিচার বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনে পাওয়া যাবে, যা মোবাইল চোরদের জন্য হয়ে উঠবে এক বড় চ্যালেঞ্জ, আর ব্যবহারকারীদের জন্য বড় এক স্বস্তি।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense