বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার- পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত “সহকর্মীর সঙ্গে প্রেমে জড়ানোর আগে ভাবুন—এই ৫টি দিক” ১০০ টাকার প্রাইজবন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার

ভিসা কার্যক্রম নিয়ে নতুন তথ্য জানিয়েছে ভারত

অনলাইন রিপোর্ট
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৫৪৫ Time View
প্রতীকী ছবি

ভারত সরকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণআন্দোলন শুরু হওয়ার পর তাদের ভিসা কার্যক্রম সীমিত করে দেয়, যা এখনো পুরোপুরি চালু হয়নি।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জসওয়াল নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের ভিসা কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন।

তিনি জানান, বর্তমানে সীমিত পরিসরে ভিসা কার্যক্রম চলছে, যেখানে শুধুমাত্র মেডিকেল ও জরুরি প্রয়োজনের ভিসা দেওয়া হচ্ছে। যদি পরিস্থিতির উন্নতি হয় এবং পুরোদমে কাজ করার সুযোগ তৈরি হয়, তখন তারা আবার পূর্ণমাত্রায় ভিসা কার্যক্রম শুরু করবে।

এর আগে ২৯ সেপ্টেম্বর, আনন্দবাজারের একটি প্রতিবেদনে জানানো হয় যে, রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা পেতে জটিলতা দেখা দিয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভিসা পেতে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ করেন আবেদনকারীরা। এমন পরিস্থিতিতে ভারত স্পষ্ট করে জানায় যে, আপদকালীন এবং চিকিৎসার প্রয়োজন ছাড়া অন্য কোনো ভিসা আপাতত দেওয়া হচ্ছে না।

রণধীর জসওয়াল বলেন, শুধুমাত্র জরুরি এবং চিকিৎসার ভিসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ভিসা কার্যক্রমও স্বাভাবিক হবে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, শেখ হাসিনা সরকারের পতনের পর ৫ আগস্ট থেকে ভিসা পরিষেবা বন্ধ ছিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে অনেক ভারতীয় কর্মীকে দেশে ফিরিয়ে আনা হয়। তবে সেপ্টেম্বরে জরুরি ভিত্তিতে ভিসা পরিষেবা পুনরায় চালু করা হয়।

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো জানিয়েছে, বর্তমানে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং খুলনায় সীমিত পরিসরে ভিসা দেওয়া হচ্ছে, তবে শুধুমাত্র চিকিৎসার জন্য আসা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense