
আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর), আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। আগামী ১৮ নভেম্বরের মধ্যে তাকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, ছাত্র আন্দোলনের সময় জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার মামলার বিচার কার্যক্রম শুরু হয়। গত মঙ্গলবার (১৫ অক্টোবর), ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম গণহত্যার বিচারকাজ শুরুর তথ্য জানান।
বুধবার বিচারপতিদের সংবর্ধনার পর বৃহস্পতিবার বিচার কার্যক্রম শুরু হবে বলে জানান তাজুল ইসলাম। এদিন, প্রসিকিউশন থেকে বেশ কিছু প্রয়োজনীয় আবেদন উপস্থাপন করা হবে।
গত ১৪ অক্টোবর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে নতুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়, যার সদস্য হিসেবে আছেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
অতিরিক্তভাবে, ৫ সেপ্টেম্বর মো. তাজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়, সঙ্গে পাঁচজন প্রসিকিউটরও দায়িত্বে রয়েছেন।