রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে ছাত্রীর আত্মহত্যা শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ আগুন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বেরোবিতে মশাল মিছিল অনুষ্ঠিত পথসভায় লোক ভাড়া করে এনে টাকা না দেয়ার অভিযোগে হট্টগোল ফরিদরপুরের নগরকান্দা উপজেলায় শেষ হলো নৌকা বাইচ প্রতিযোগিতা যারা পিআর নিয়ে কথা তুলছে তারা স্বৈরাচারের দোসর – হেলেন জেরিন খান রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক

ঋণ পরিশোধের পরেও জামানতের চেক এবং স্ট্যাম্প দিয়ে মামলা ও জমি লিখে নেওয়ার প্রতিবাদে ভুক্তভোগীদের মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২৪৬ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে দারিদ্র বিমোচন বহুমুখী সমবায় সমিতি লিঃ (রেজিঃ নং ০২২/২০০৯) এর পক্ষ থেকে লোন প্রদানের পর প্রতারণার মাধ্যমে হয়রানি মূলক মামলা ও কৌশলে জমি দলিল করে নেওয়ার প্রতিবাদ এবং দোষী আনোয়ার ও দেলোয়ার গং – দের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সমিতির ভুক্তভোগী সদস্যরা।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভুক্তভোগীরা একে অপরের হাতে-হাত রেখে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করেন। মানববন্ধনে ভুক্তভোগী সদস্যরা জানান, ঋণ গ্রহণের সময় সমিতির পক্ষে ফাঁকা স্ট্যাম্প ও চেক জমা রাখতেন মুকসুদপুর উপজেলার আনোয়ার ফকির ও তার ভাই দেলোয়ার। ঋণ পরিশোধ হয়ে যাওয়ার পরেও সেই ফাঁকা চেক দিয়ে মামলা এবং স্ট্যাম্পে জায়গা জমি হস্তান্তরের ক্ষমতা পত্র নিয়ে অন্যের কাছে তা বিক্রি করে দেন আনোয়ার ও তার ভাই।

এমন হয়রানির শিকার হয়েছেন মুকসুদপুরের শতাধিক নিরীহ গ্রাহক। বিষয়টি নিয়ে এর আগেও মুকসুদপুর উপজেলা প্রশাসন ও পুলিশের কাছে একাধিকবার লিখিত অভিযোগ দিলেও প্রভাবশালী ওই চক্রের বিরুদ্ধে কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন ভুক্তভোগী সদস্যরা।

মিথ্যা মামলার ভয় ও সর্বস্ব হারিয়ে তারা এখন মানবেতর জীবনযাপন করছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে ভুক্তভোগীদের নিকট থেকে অন্যায় ভাবে নেওয়া ব্যাংকের চেক, বাড়ির জমির কাগজপত্র, হস্তান্তরের ক্ষমতাপত্র ও স্ট্যাম্প প্রত্যেককে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান। পরে প্রতিকার চেয়ে ভুক্তভোগীরা গোপালগঞ্জ পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense