শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পথসভায় লোক ভাড়া করে এনে টাকা না দেয়ার অভিযোগে হট্টগোল ফরিদরপুরের নগরকান্দা উপজেলায় শেষ হলো নৌকা বাইচ প্রতিযোগিতা যারা পিআর নিয়ে কথা তুলছে তারা স্বৈরাচারের দোসর – হেলেন জেরিন খান রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার

আফগান গণমাধ্যমে জীবিত মানুষের ছবি প্রকাশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৪৩৬ Time View
নৈতিকতা মন্ত্রণালয় হিসেবে পরিচিত পাপ দমন ও পুণ্যের প্রচারে কর্মকর্তারা সড়কে টহল দিচ্ছেন। ছবি : এএফপি

আফগানিস্তানের তালেবান সরকার সারা দেশে গণমাধ্যমে জীবিত মানুষ ও প্রাণীর ছবি প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির নৈতিকতা মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফুল ইসলাম খাইবার।

সোমবার (১৪ অক্টোবর) আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই নিষেধাজ্ঞা ধাপে ধাপে বাস্তবায়িত হবে। নতুন নিয়ম অনুযায়ী, গণমাধ্যমে জীবিত মানুষের ছবি প্রকাশ এবং ইসলাম ধর্ম নিয়ে রসিকতা বা অবমাননাও নিষিদ্ধ করা হবে। তালেবানের দাবি, এই পদক্ষেপ শরিয়া আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে নেওয়া হয়েছে।

২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা পুনরায় দখলের পর থেকেই তালেবান শরিয়া আইন কার্যকরের জন্য বিভিন্ন সংস্কার কার্যক্রম পরিচালনা করছে। এর আগে, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তাদের শাসনামলেও একই ধরনের নিয়ম চালু ছিল।

নিষেধাজ্ঞার আইনটি এখনো পুরোপুরি কার্যকর হয়নি। বাস্তবে, তালেবান কর্মকর্তারা প্রায়ই সামাজিক মাধ্যমে জীবিত মানুষের ছবি প্রকাশ করছেন। তবে সরকার ঘোষণা করেছে যে, ধীরে ধীরে আইনটি বাস্তবায়ন করা হবে এবং কঠোর শরিয়া নীতির প্রতি সম্মান রেখে এটি মেনে চলা বাধ্যতামূলক হবে।

এ ধরনের আইন দেশটির গণমাধ্যমের স্বাধীনতার ওপর নতুন প্রশ্ন তুলে দিয়েছে এবং অনেকেই ধারণা করছেন যে এটি গণমাধ্যমের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে।

এর আগে, ১৮ ফেব্রুয়ারি ২০২৪-এ কান্দাহার প্রদেশের কর্তৃপক্ষ নতুন নির্দেশনা জারি করেছিল, যেখানে বলা হয়েছিল সরকারি-বেসরকারি কোনো অনুষ্ঠান বা সমাবেশে জীবিত মানুষের বা প্রাণীর ছবি তোলা যাবে না। এর পরিবর্তে লেখা বা অডিও কনটেন্ট ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছিল।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense