বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার- পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত “সহকর্মীর সঙ্গে প্রেমে জড়ানোর আগে ভাবুন—এই ৫টি দিক” ১০০ টাকার প্রাইজবন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার

ডায়াবেটিস রোগীদের পায়ের যত্ন নিশ্চিত করার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে

অনলাইন রিপোর্ট
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২৪০ Time View
বিশ্ব পডিয়াট্রি দিবস উপলক্ষে অনুষ্ঠানে অতিথিরা

বাংলাদেশে ডায়াবেটিক ফুটজনিত জটিলতার কারণে অঙ্গচ্ছেদের হার অত্যন্ত বেশি। ২০১৯ সালের তথ্যমতে, দেশে প্রায় ৮৫ লাখ ডায়াবেটিস রোগী শনাক্ত হয়েছিল, যদিও বাস্তবে এ সংখ্যা আরও বেশি হতে পারে। ডায়াবেটিস আক্রান্তদের প্রধান সমস্যাগুলোর মধ্যে অন্যতম হলো পায়ের ক্ষত, যা ডায়াবেটিক ফুট নামে পরিচিত। সময়মতো সঠিক চিকিৎসা না হলে এসব ক্ষত থেকে অঙ্গচ্ছেদের মতো গুরুতর পরিস্থিতি তৈরি হতে পারে।

এ সমস্যার সমাধানে দেশের শীর্ষ সার্জন এবং চিকিৎসকদের সমন্বয়ে গঠন করা হয়েছে বাংলাদেশের প্রথম পডিয়াট্রি অ্যাসোসিয়েশন। এই উদ্যোগের লক্ষ্য হলো সংক্রমণ, অঙ্গচ্ছেদ এবং লিম্ব স্যালভেশন সমস্যার সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি নিশ্চিত করা। এক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করছে একাগ্রা হেলথ।

নতুন এই পডিয়াট্রি অ্যাসোসিয়েশন পায়ের যত্নে সর্বাধুনিক প্রযুক্তি ও সেবা প্রদান নিশ্চিত করবে, যা ডায়াবেটিক ফুটের ঝুঁকি কমাতে সহায়ক হবে।

বিশ্ব পডিয়াট্রি দিবস উপলক্ষে, ৮ অক্টোবর ঢাকার গ্রিন গার্ডেন, ড্যাফোডিল প্লাজায় অ্যাসোসিয়েশনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. নুরুল আলম। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের পায়ের যত্নের ভবিষ্যৎ এবং সর্বাধুনিক চিকিৎসা নিয়ে আলোচনা করেন।

ডায়াবেটিস রোগীদের পায়ের যত্নে এই অ্যাসোসিয়েশনের পদক্ষেপকে যুগান্তকারী হিসেবে উল্লেখ করা হয়, যা দেশের চিকিৎসা খাতে একটি নতুন মাইলফলক স্থাপন করবে এবং অসংখ্য রোগীর জীবনমান উন্নত করবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense