বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার- পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত “সহকর্মীর সঙ্গে প্রেমে জড়ানোর আগে ভাবুন—এই ৫টি দিক” ১০০ টাকার প্রাইজবন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার

হ্যারিকেন মিল্টনের হাত থেকে বাঁচতে মানুষ পালিয়ে যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৯৪ Time View

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা বে-তে মহাশক্তিশালী সামুদ্রিক ঝড় হ্যারিকেন মিল্টনের আঘাত হানতে যাচ্ছে। হ্যারিকেনের শক্তি বৃদ্ধি পাওয়ায় স্থানীয় সাধারণ মানুষকে বাধ্যতামূলকভাবে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই অবস্থায় হাজার হাজার মানুষ টাম্পা বে- থেকে পালিয়ে যাচ্ছেন, যা নিয়ে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম বিবিসি। পরিস্থিতির কারণে রাস্তাগুলোতে গাড়ির জট তৈরি হয়েছে, এবং স্থানীয় এক বাসিন্দা এই পরিস্থিতিকে ভয়াবহ হিসেবে বর্ণনা করেছেন।

সরে যাওয়ার নির্দেশ সত্ত্বেও যারা সেখানে অবস্থান করছেন, তাদের সতর্ক করে দিয়েছেন টাম্পা বে-র মেয়র জেন ক্যাস্টর। তিনি বলেছেন, “হ্যারিকেন মিল্টন সেখানে বিপর্যয়কর প্রভাব ফেলবে। যদি নির্দেশনা অনুযায়ী সরে না যান, তাহলে আপনাদের মৃত্যুর সম্ভাবনা রয়েছে। মানুষকে সরে যেতে হবে। সত্যি বলতে আমি জীবনে কখনও এমন কিছু (হ্যারিকেন) দেখিনি।”

স্থানীয় কর্তৃপক্ষ ফ্লোরিডার পশ্চিম উপকূলের সব মানুষকে বাধ্যতামূলকভাবে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে, যার ফলে রাস্তায় গাড়ির সংখ্যা বাড়তে শুরু করেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হ্যারিকেন মিল্টন এখনো ক্যাটাগরি-৪ হ্যারিকেন হিসেবে রয়েছে, তবে এটি ক্যাটাগরি-৫ এ পরিণত হতে পারে।

এছাড়া, হ্যারিকেন মিল্টনের ভয়াবহতার কারণে প্রেসিডেন্ট জো বাইডেন কিছু সফর স্থগিত করতে পারেন, যদিও এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। গত সপ্তাহে হ্যারিকেন হেলেনের আঘাতে ফ্লোরিডায় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং অন্তত ২২৬ জনের মৃত্যু হয়েছে। ওই ঝড়ের ক্ষতি পুষিয়ে না ওঠতেই আরেকটি হ্যারিকেন অঙ্গরাজ্যটির দিকে এগিয়ে আসছে।

সূত্র: বিবিসি, সিএনএন

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense