বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার- পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত “সহকর্মীর সঙ্গে প্রেমে জড়ানোর আগে ভাবুন—এই ৫টি দিক” ১০০ টাকার প্রাইজবন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার

ইউরোপ প্রবাসী বাংলাদেশিরা সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রধানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেছেন

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৪ Time View
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রধানের কাছে স্মারকলিপি প্রদান করেন ইউরোপ প্রবাসী বাংলাদেশিরা। ছবি : সংগৃহীত

ইউরোপ প্রবাসী বাংলাদেশিরা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রধান ভলকার টুর্কের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন, যেখানে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, সংখ্যালঘু ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর নির্যাতন ও হত্যা বন্ধের আহ্বান জানানো হয়েছে। এছাড়া, আওয়ামী লীগ সভাপতি ও চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। তারা উল্লেখ করেছেন, অবৈধ ও দমনমূলক সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ প্রয়োগ করতে এবং মানবতাবিরোধী অপরাধের সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের শাস্তি দিতে হবে।

গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদর দপ্তরে এই স্মারকলিপি জমা দেওয়া হয়, যা গ্রহণ করেন একজন কর্মকর্তার মাধ্যমে। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি ও মানবাধিকারকর্মী এম. নজরুল ইসলাম প্রবাসী বাংলাদেশিদের পক্ষে এই স্মারকলিপি প্রদান করেন। তার সঙ্গে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি জমাদার নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শ্যামল খান উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সাম্প্রদায়িক শক্তি জামায়াত-শিবির-বিএনপি সারা দেশে হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, লুটপাট, মন্দির-গির্জা ভাঙচুরসহ বিভিন্ন নৈরাজ্য চালিয়ে যাচ্ছে। তারা সংখ্যালঘু সম্প্রদায় ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপরও নির্যাতন চালাচ্ছে। এছাড়া, সরকারী ও বেসরকারি স্থাপনায় হামলা এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার কথাও উল্লেখ করা হয়।

এতে আরও উল্লেখ করা হয়, শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করার পর বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি পুড়িয়ে দেয়া হয় এবং আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। দেশের জনগণের জানমালের কোনো নিরাপত্তা নেই বলে স্মারকলিপিতে দাবি করা হয় এবং অবিলম্বে এসব মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার আহ্বান জানানো হয়।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense