বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন

নির্বাচনী ব্যবস্থার সংস্কারকে অগ্রাধিকার দেওয়া এখন অত্যন্ত জরুরি

অনলাইন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৭ Time View
ড. কামাল উদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, মানবাধিকারকে প্রাধান্য দিয়ে নির্বাচনী ব্যবস্থার সংস্কারে অগ্রাধিকার নির্ধারণ এখন অত্যন্ত জরুরি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস)-এর ৩ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন। বৈঠকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে মানবাধিকার, রাজনৈতিক সংস্কৃতি, নির্বাচনী স্বচ্ছতা, জবাবদিহিতা, সহিংসতা প্রতিরোধ, প্রবাসীদের অংশগ্রহণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কারসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

ড. কামাল উদ্দিন প্রতিনিধিদলের বিভিন্ন প্রশ্নের জবাবে নির্বাচনকালীন মানবাধিকার সুরক্ষার বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন এবং কমিশনের পক্ষ থেকে একটি শক্তিশালী নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, মানবাধিকারকে অগ্রাধিকার দিয়ে আমাদের নির্বাচনী সংস্কৃতির বিকাশ সম্ভব।

বৈঠকে কমিশনের পক্ষ থেকে নির্বাচনী প্রক্রিয়ায় মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে প্রণীত নির্দেশিকা তুলে ধরা হয়।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense