গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রা পরিবারে নতুন করে দুইটি শাবকের জন্ম হয়েছে। গত রবি (২২ সেপ্টেম্বর) ও মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেব্রা পালের সঙ্গে শাবকগুলোকে দেখা গেছে। তাদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে হিংস্র প্রাণীর আক্রমণ থেকে রক্ষা পায়।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, বর্তমানে পার্কে মোট ৩০টি জেব্রা রয়েছে, যার মধ্যে নতুন শাবকগুলোসহ ১৪টি পুরুষ ও ১৪টি মাদী। এছাড়া পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার আনিসুর রহমান জানান, জেব্রা আফ্রিকার ক্ষুরযুক্ত স্তন্যপায়ী প্রাণী, যারা তাদের স্বতন্ত্র কালো ডোরার জন্য পরিচিত। পার্কে জেব্রা ছাড়াও জিরাফ, চিত্রা হরিণ ও মায়া হরিণসহ আরও কিছু প্রাণী একই বেষ্টনীতে থাকে।
পার্কের ইতিহাস অনুযায়ী, ২০১৩ সালে সাফারি পার্ক প্রতিষ্ঠার পর দক্ষিণ আফ্রিকা থেকে জেব্রা আনা হয় এবং তারা পার্কের আফ্রিকান সাফারি অঞ্চলে স্বাভাবিক পরিবেশে বসবাস করছে।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত