বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি পরিচয় প্রকাশের পর এবার আলোচনায় এসেছেন শিবিরের সেক্রেটারি।
রোববার (২২ সেপ্টেম্বর) সমন্বয়ক আব্দুল কাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা বিষয়ে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি হিসেবে ফরহাদ নামক এক ছাত্রের উল্লেখ করেন, তবে বিস্তারিত কিছু জানাননি।
সূত্রমতে, ফরহাদ বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী এবং কবি জসীম উদদীন হলের আবাসিক ছাত্র। তিনি ২০২২-২৩ সেশনে জসীম উদদীন হল ডিবেটিং ক্লাবের সভাপতির দায়িত্বও পালন করেছেন। এছাড়া, ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি হিসেবে কর্মরত আছেন।
এর আগে, শনিবার (২১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শিবির সভাপতি হওয়ার দাবি জানান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার পোস্টে তিনি বলেছেন, “ফ্যাসিস্ট শোষণ শুধুমাত্র ছাত্র রাজনীতির নয়, রাজনীতির সংজ্ঞা পাল্টে দিয়েছে।”
সাদিকের স্ট্যাটাসে রাজনীতির ক্ষেত্রে নতুন এক সচেতনতা তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এবং আগামী দিনে ছাত্র রাজনীতির সংস্কার করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০০৮ সালে সর্বশেষ প্রকাশ্যে কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবির।