শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পথসভায় লোক ভাড়া করে এনে টাকা না দেয়ার অভিযোগে হট্টগোল ফরিদরপুরের নগরকান্দা উপজেলায় শেষ হলো নৌকা বাইচ প্রতিযোগিতা যারা পিআর নিয়ে কথা তুলছে তারা স্বৈরাচারের দোসর – হেলেন জেরিন খান রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার

ইসরায়েলি হামলায় গাজায় স্কুলে ২২ জন নিহত হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক, আলেকিত জনপদ
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৫ Time View

গাজার দক্ষিণাঞ্চলে একটি শরণার্থী শিবির হিসেবে ব্যবহৃত স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৩ জন শিশু এবং ৬ জন নারী। এছাড়া আহত হয়েছেন আরও ৩০ জন। গাজার হামাস-শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়, শনিবার জেইতুন এলাকায় অবস্থিত ওই স্কুলে হামলার শিকার অধিকাংশই নারী ও শিশু। এছাড়া হামাস পরিচালিত গণমাধ্যম জানিয়েছে, স্কুলটি যুদ্ধ চলাকালে বন্ধ ছিল এবং এটি বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, হামাসের একটি কমান্ড সেন্টারে হামলা চালানো হয়েছে, যা সন্ত্রাসী হামলার পরিকল্পনার জন্য ব্যবহৃত হত। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা স্কুলসহ বেসামরিক স্থাপনা সামরিক উদ্দেশ্যে ব্যবহার করেনি।

প্রত্যক্ষদর্শীদের একজন সাঈদ আল-মালাহি বলেন, “মা এবং তাদের বাচ্চারা স্কুলের মাঠে বসে খেলছিল। হঠাৎ দুটি রকেট এসে তাদের আঘাত করে।” আরেকজন প্রত্যক্ষদর্শী আহমেদ আজ্জাম বলেন, “আমি সহ্য করতে পারছি না। আহতদের মধ্যে সবাই নারী ও শিশু।”

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪১ হাজার ৩৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense