গাজার দক্ষিণাঞ্চলে একটি শরণার্থী শিবির হিসেবে ব্যবহৃত স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৩ জন শিশু এবং ৬ জন নারী। এছাড়া আহত হয়েছেন আরও ৩০ জন। গাজার হামাস-শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়, শনিবার জেইতুন এলাকায় অবস্থিত ওই স্কুলে হামলার শিকার অধিকাংশই নারী ও শিশু। এছাড়া হামাস পরিচালিত গণমাধ্যম জানিয়েছে, স্কুলটি যুদ্ধ চলাকালে বন্ধ ছিল এবং এটি বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, হামাসের একটি কমান্ড সেন্টারে হামলা চালানো হয়েছে, যা সন্ত্রাসী হামলার পরিকল্পনার জন্য ব্যবহৃত হত। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা স্কুলসহ বেসামরিক স্থাপনা সামরিক উদ্দেশ্যে ব্যবহার করেনি।
প্রত্যক্ষদর্শীদের একজন সাঈদ আল-মালাহি বলেন, “মা এবং তাদের বাচ্চারা স্কুলের মাঠে বসে খেলছিল। হঠাৎ দুটি রকেট এসে তাদের আঘাত করে।” আরেকজন প্রত্যক্ষদর্শী আহমেদ আজ্জাম বলেন, “আমি সহ্য করতে পারছি না। আহতদের মধ্যে সবাই নারী ও শিশু।”
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪১ হাজার ৩৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।