রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে ছাত্রীর আত্মহত্যা শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ আগুন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বেরোবিতে মশাল মিছিল অনুষ্ঠিত পথসভায় লোক ভাড়া করে এনে টাকা না দেয়ার অভিযোগে হট্টগোল ফরিদরপুরের নগরকান্দা উপজেলায় শেষ হলো নৌকা বাইচ প্রতিযোগিতা যারা পিআর নিয়ে কথা তুলছে তারা স্বৈরাচারের দোসর – হেলেন জেরিন খান রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক

সাজেকে আটকা পড়েছেন ৮০০-এরও বেশি পর্যটক

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১২ Time View
সংগৃহীত ছবি

রাঙামাটি ও খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার অবরোধ চলছে, পাশাপাশি পরিবহন ধর্মঘটও অব্যাহত রয়েছে। এর ফলে সাজেকে ভ্রমণে গিয়ে আটকে পড়েছেন আট শতাধিক পর্যটক।

শনিবার সকালে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এই ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচির ঘোষণা দেয়।

একই দিনে, রাঙামাটিতে সংঘর্ষের ঘটনায় বাস, সিএনজি অটোরিকশা, ট্রাক ভাঙচুর ও শ্রমিকদের আহত হওয়ার প্রতিবাদে মালিক-শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডেকেছে।

খাগড়াছড়ি জিপ গাড়ির লাইনম্যান মো. ইয়াছিন আরাফাত জানান, শুক্রবার সকালে ও দুপুরে ১১৫টি জিপ এবং ৫০টিরও বেশি সিএনজিচালিত মাহেন্দ্র সাজেকে প্রবেশ করে। প্রতিটি জিপে ১২-১৪ জন এবং মাহেন্দ্রতে ৪-৫ জন যাত্রী থাকে।

তিনি আরও জানান, ইউপিডিএফের অবরোধের ডাক দেওয়ার পর সড়কের বিভিন্ন স্থানে আগুন দেওয়া হয়। শুনেছি, বেইলি সেতুগুলো থেকে পাটাতন খুলে নেওয়া হয়েছে, ফলে পর্যটকদের বহনকারী গাড়িগুলো চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই সাজেক থেকে আজ কোনো গাড়ি ফেরেনি।

সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন বলেন, “অবরোধের কারণে সাজেকে আট শতাধিক পর্যটক আটকা পড়েছেন। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে, আমরা তাদের সঙ্গে সমন্বয় করছি। পরিস্থিতি ভালো হলে তাদের ফিরিয়ে আনা হবে।”

রাঙামাটির বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, “অবরোধের কারণে ঝুঁকি থাকায় আজ কোনো গাড়ি ছাড়া হয়নি। পর্যটকরা সাজেকে আটকা পড়েছেন এবং পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, খাগড়াছড়ি জেলা সদরে মোটরসাইকেল চুরির একটি ঘটনাকে কেন্দ্র করে বুধবার পিটুনিতে মো. মামুন নামে এক যুবক নিহত হন, যা সহিংসতার সূত্রপাত ঘটায় এবং পরিস্থিতি রাঙামাটিতেও ছড়িয়ে পড়ে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense