তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করার কোনো ঘটনা ঘটেনি এবং এ সংক্রান্ত কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
শনিবার (২১ সেপ্টেম্বর) ফেনীর ছাগলনাইয়ার রাধানগরের দক্ষিণ আন্ধারমানিক এলাকায় বন্যা-দুর্গত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, কিছু স্থানীয় ক্ষেত্রে সাময়িকভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল, কিন্তু এটি অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হচ্ছে যে ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। দীর্ঘকাল ধরে ইন্টারনেট বন্ধ থাকার প্রমাণ কেউ উপস্থাপন করতে পারবেন না।
তিনি আরও বলেন, পাহাড়ে এবং দেশের বিভিন্ন স্থানে অশান্তি সৃষ্টির জন্য ষড়যন্ত্র থেমে নেই, এবং রাষ্ট্র বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছে।
ফেনীর বন্যা পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, ত্রাণ কার্যক্রম সন্তোষজনকভাবে সম্পন্ন হয়েছে এবং পুনর্বাসনের কাজ চলমান রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, কেউ গৃহহীন থাকবে না।
এছাড়া, তিনি বলেন, ভারতের উজানের পানিতে এই বন্যা হয়েছে এবং ভারত সরকারের কর্মকাণ্ডকে তিনি সঠিক বলছেন না।
নাহিদ উপদেষ্টা ফুলগাজীর জগতপুরেও বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন, এ সময় ফেনী জেলা প্রশাসক মুসাম্মৎ শাহীনা আক্তার ও পুলিশ সুপার হাবিবুর রহমান তাঁর সঙ্গে ছিলেন।
Leave a Reply