শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পথসভায় লোক ভাড়া করে এনে টাকা না দেয়ার অভিযোগে হট্টগোল ফরিদরপুরের নগরকান্দা উপজেলায় শেষ হলো নৌকা বাইচ প্রতিযোগিতা যারা পিআর নিয়ে কথা তুলছে তারা স্বৈরাচারের দোসর – হেলেন জেরিন খান রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে

অনলাইন রিপোর্ট
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৯ Time View

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৪টায় শেষ হবে। এবারের নির্বাচনে প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে, গত বুধবার মধ্যরাতে আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে। এ নির্বাচনে মোট ৩৯ জন প্রার্থী থাকলেও, একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেষ পর্যন্ত ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১ কোটি ৭০ লাখের বেশি ভোটার পাঁচ বছরের জন্য নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন।

২০২২ সালে শ্রীলঙ্কার অর্থনীতি ধসে পড়ার পর গণ-অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছাড়তে বাধ্য হন। এরপর তার বাকি মেয়াদের জন্য রনিল বিক্রমাসিংহে প্রেসিডেন্ট হন। এখন তার মেয়াদও শেষ হয়েছে, ফলে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন জনগণ।

নির্বাচনের প্রধান প্রার্থীদের একজন বিদায়ী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, যিনি সংকটের সময় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে সহায়তা এনেছিলেন। তবে তার মুখ্য চ্যালেঞ্জাররা হলেন বামপন্থী দল জনতা বিমুক্তি পেরামুনার নেতা অনুরা কুমারা দিশানায়েকে, যাদের ২০২২ সালের গণ-অভ্যুত্থানে ভূমিকা ছিল, এবং প্রধান বিরোধী দলের নেতা সজিথ প্রেমাদাসা, যিনি ২০১৯ সালে গোতাবায়া রাজাপাকসের কাছে পরাজিত হয়েছিলেন।

এছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহিন্দা রাজাপাকসের বড় ছেলে নামাল রাজাপাকসে, যিনি গোতাবায়া রাজাপাকসের ভাতিজা। তবে ২০২২ সালের অর্থনৈতিক সংকটের কারণে রাজাপাকসে পরিবারের প্রতি জনসমর্থন কমে গেছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense