সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :

আগামীর রাজনীতি হবে ভিন্ন: আমির খসরু

অনলাইন রিপোর্ট
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৯ Time View

আগামী দিনের রাজনীতি ভিন্ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নের খলিফার হাটবাজারে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, তারেক রহমান যে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন, এর মধ্যে দেশের মৌলিক সমস্যার সমাধান আছে। বিএনপি সবাইকে নিয়ে নতুন বাংলাদেশে এগিয়ে যেতে চায়।

তিনি বলেন, জাতীয় সরকারের মাধ্যমে তারেক রহমান এসব সংস্কার প্রস্তাব বাস্তবায়নের কথা বলেছেন। শেখ হাসিনা পালানোর পর দেশের মানুষের যে মনোজগৎ সৃষ্টি হয়েছে তা বুঝতে হবে। মানুষের প্রত্যাশা কি বুঝতে হবে, মানুষের আকাঙ্ক্ষা বুঝতে হবে। যুব সমাজের আকাঙ্ক্ষা বুঝতে হবে।

খসরু বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আরও কোনো সংস্কার প্রয়োজন হলে বিএনপি সেটা করতে প্রস্তুত আছে।

এ সময় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, জেলা সভাপতি সাবের আহম্মদ উপস্থিত ছিলেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category